খবররাজ্যসর্বশেষ

অতিরিক্ত জিনিসের ভার সহ্য করতে না পেরে, ভেসেল থেকে জলের মধ্যে তলিয়ে গেল বেশ কয়েকটি লরি

Malda : ‘ওজন বুঝে চলা ভালো’, ব্যাপারটা শুধু নিজেদের ক্ষেত্রেই নয় কোন কিছু জিনিসের ওপর যদি আমরা ভার দি যেটা সেই জিনিসটা নিতে পারবে না, ও আমরা ভার দিয়ে থাকি, তখনই হয়ে যায় মহাবিপদ। এইরকমই ঘটনা ঘটলো মালদা মানিকচক অঞ্চলে। ঘটনার সূত্রে খবর পাওয়া যায় যে, মালদার কাছে মানিকচক এলাকায় রয়েছে গঙ্গা। বিভিন্ন জায়গা থেকে কম জিনিসপত্র ভেসেল এর মাধ্যমে এখানে আসে। (Malda News: Unable to bear the weight of the extra stuff, several lorries sank into the water from the vessel In Ganga at Manikchak, Malda, West Bengal)

কিন্তু ঘটে গেল ঝাড়খন্ড অঞ্চলের থেকে একটি মাল বোঝাই ভেসেল আসছিল মালদার মানিকচক অঞ্চলের ঘাটের দিকে। সবকিছু ঠিকই ছিল। তারপরই ঘটে যায় বিপত্তি। বিপদ গস্ত হয়ে যায় ১০খানি লরি। জানা যায় যে টিতে প্রায় ১০ টি লরি ছিল এবং সেই লরিতে ছিল পাথর বোঝাই করা।

যখনই সেই লঞ্চটি মানিকচকের ঘাটের কাছে আসছিল, ঠিক সেই সময় ঘটে গেল এক দুর্ঘটনা, হঠাৎই ভেসেলটির হঠাৎই হাইড্রোলিক পাটাতন খুলে যায় এবং সেখান থেকে কয়েকটি লরি পরে যায় গঙ্গার জলে।অন্ধকারের মধ্যে গঙ্গার জলে ডুবে যাওয়ায় তাদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল সকলকে। উদ্ধারকারীরা উদ্ধার করতে নামার আগেই লরির কয়েকজন খালাসী শহর লরির ড্রাইভার সাঁতরে পাড়ে ওঠে।

এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর মালদার পুলিশ সুপার এবং জেলাশাসক সেই জায়গাতে পৌঁছান। সমস্ত ঘটনার তদারকি করা হয়েছে। দুর্ঘটনা কিভাবে হয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখবেন পুলিশরা।

Unable to bear the weight of the extra stuff, several lorries sank into the water from the vessel
অতিরিক্ত জিনিসের ভার সহ্য করতে না পেরে, ভেসেল থেকে জলের মধ্যে তলিয়ে গেল বেশ কয়েকটি লরি

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।