বিনোদনসর্বশেষ

“সুশান্ত সিং কে এখন শান্তিতে থাকতে দিন”-বিদ্যা বালান

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনায় বলিউডের অবস্থা টালমাটাল। তার মৃত্যুর মামলায় সিবিআই তদন্তের দাবি করেছেন তার অনুরাগীরা। তাছাড়া বলিউডে ক্রমাগত নেপোটিজম বা স্বজনপোষণ করা হয় বলে তার অনুরাগীরা প্রতিবাদ করছেন। আর তার মৃত্যুর পর বিতর্ক যেন আর থামতেই চাইছে না।

সাম্প্রতিককালে এক সংবাদ মাধ্যমে এই ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত বলেন বিদ্যা বালান। তিনি বলেন জনগণের এখন উচিত সুশান্তকে শান্তিতে বিশ্রাম দেয়া। তিনি আরো বলেন, আমাদের উচিত এখন চুপ করে যাওয়া আর প্রয়াত অভিনেতা প্রতি শ্রদ্ধা জানানো দরকার। তাছাড়া তার মৃত্যুর পর তাকে জড়িয়ে যে সমস্ত কথা বার্তা লোকজন বলছে তা শুধু তার প্রতি নয় তার কাছের লোকজনের প্রতিও অন্যায় করা হচ্ছে। তাকে যেন এখন লোকজন শান্তিতে থাকতে দেয়।

এছাড়া নেপোটিজম প্রসঙ্গে তিনি কয়েকটি কথা বলেছেন। তিনি বলেন যে স্বজনপোষণ রয়েছে ঠিকই কিন্তু এটি তার ওপর সেরকমভাবে প্রভাব বিস্তার করতে পারেনি।

গত জুন মাসের 14 তারিখে মুম্বাইয়ের বাড়িতে সুশান্ত সিং রাজপুত কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। জুনের 15 তারিখে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে তার পরিবার বন্ধুবান্ধব এবং বলিউডের পরিচিত লোকজন উপস্থিত ছিলেন। তো এখন সুশান্তের অনুরাগীরা বলিউডের সেলিব্রেটিদের তথা করণ জোহর, আলিয়া ভাট, সালমান খান, সোনম কাপুরদেরকে নেপোটিজম এর প্রোডাক্ট বলে গণ্য করছেন।

হাই বন্ধুরা, প্রতিদিনের গুরুত্বপূ্র্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।