ক্রিকেটখেলাসর্বশেষ

কোন ভুলের জন্য বিরাট কোহলিকে গুনতে হল ১২ লক্ষ টাকা জরিমানা ?

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আইপিএল। মহামারীর প্রাক্কালে আইপিএল নিয়ে যথেষ্ট জল্পনা-কল্পনা চলছিল। সবকিছুকে পিছনে ফেলে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে অবশেষে শুরু হয়েছে আইপিএল। বৃহস্পতিবার ছিল কিংস ইলেভেন পাঞ্জাব এর সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা (KXIP vs RCB 1st IPL match in 2020 occurs in Thursday )।

বৃহস্পতিবার চেনা ছন্দে ধরা দিতে পারেননি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। স্লো ওভার রেট নিয়ে আইপিএল এর কোড অফ কন্ডাক্ট অনুযায়ী,পাঞ্জাবের ব্যাটিং করার সময় স্লো ওভার রেটের জন্য বিরাট কোহলিকে দিতে হলে ১২ লক্ষ টাকা জরিমানা (365 Reporter Bangla Sports News: Virat Kohli is fined 12 lakh rupees for slow over rate in IPL)।

Virat Kohli in a sad face
শুকনো মুখে বিরাট কোহলি (ফটো ক্রেডিটঃ গুগল)

এই দিন হয়ত খেলার দিকে একেবারেই মন ছিলোনা বিরাট কোহলির। ১৭ তম ওভারে ডিপ স্কোয়ারে লেগে রাহুলের ক্যাচ ফসকে যায় বিরাট কোহলির হাত থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, ম্যাচ শুরু হওয়ার পর থেকে বিধ্বংসী ফর্মে ছিলেন কে এল রাহুল।

শুধু তাই নয়, রাহুলের ক্যাচ ফস্কে যাবার পর আবার পরের ওভারেই বিরাট কোহলির জন্য ফের আরও একবার ক্রিজে থেকে যান পাঞ্জাব অধিনায়ক। এর ফলে শেষ মুহূর্তে ১৩২ রানে অপরাজিত থেকে যান কে এল রাহুল। এর ফলে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পাঞ্জাবের রান ওঠে ২০৬।

এ তো গেল ফিল্ডিংয়ের কথা, ব্যাট করতে নেমে ভক্তদের মন জয় করতে পারেননি বিরাট কোহলি। শেলডন কট্রেলের বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় বিরাট কোহলি কে। মাত্র ১৭ ওভারে ১০৯ রানে শেষ হয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস।

ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট কোহলি জানান, “আমাকে সামনে দাঁড়িয়ে এই ঘটনার দায় নিতে হবে। আজ আমার জন্য একেবারেই ভালো দিন নয়। যখন রাহুল দুর্দান্ত ইনিংস খেলছিল, তখন যদি আমি তাকে আটকাতে পারতাম, তাহলে আজকে এই ম্যাচ আমরা জিততে পারতাম। আমি বুঝতে পেরেছি ঠিক কোথায় আমার ভুল হয়েছে”।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।