হঠাৎ অসুস্থ দিলীপ ঘোষ, মহামারীতে আক্রান্ত হওয়ার আশঙ্কা
আগামী বছরের নির্বাচনের জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে। তার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জানা গেছে, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সংসদ (WB BJP president Dilip Ghosh from Medinipur Constituency in Lok Sabha becomes sick)।

শারীরিক পরীক্ষা করার জন্য তার বাড়িতে চিকিৎসক গিয়েছিলেন। যেহেতু এখন আমরা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, তাই তার করোনা পরীক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। যতক্ষণ না রিপোর্ট আসে ততদিন তিনি বাড়িতেই থাকবেন বলে জানা গেছে।
নবান্ন অভিযান এর পর হঠাৎ করে এই রকম ভাবে অসুস্থ হয়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন। চিকিৎসকেরা করোনার আশঙ্কা করছেন বলে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিজেপি দলের অন্যান্য সদস্যরা। এদিকে দিলীপ ঘোষ অসুস্থ থাকার কারণে আপাতত সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, আপাতত বাড়িতেই রয়েছে দিলীপ ঘোষ (MP Dilip Ghosh aka Naru Da is in home)। এখনো তার হাসপাতলে ভর্তি হবার কোনো খবর পাওয়া যায়নি। তবে যতদিন না পরীক্ষার রিপোর্ট আসছে, এতদিন তিনি বাড়িতেই থাকবেন বলে জানা গেছে।