খবরভাইরালরাজনীতিরাজ্যসর্বশেষ

“BJP গঙ্গা জলের মত পবিত্র, এতে মাঝে মাঝে গু-গোবর ঢুকে যায়” – দিলীপ ঘোষ

২০২১ সালের বিধানসভা ভোটের সময় সূচির ঘন্টা বেজে গেছে। এতদিন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা প্রচার এবং সভা করতেই ব্যস্ত ছিলেন, অবশেষে সেই সময় এসে গেছে যখন সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হতে চলেছে আসল যুদ্ধ। ভোটের লড়াই এবার যে একেবারে বিশ্বযুদ্ধের মত হবে হয়তো বোঝা যাচ্ছে। (West Bengal Election 2021 : West Bengal BJP president Dilip Ghosh tells about the party)

গত বছরে করোনা পরিস্থিতির জন্য প্রচার এবং সভা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ভালোমতো করতে না পারলেও গত বছরের শেষের দিকে তারা লেগে পড়ে এই কাজে। ২৭ শে মার্চ থেকে শুরু বাংলায় ভোট। বহু নেতা-নেত্রীরা দলবদল করেছে, বহু অভিনেতা-অভিনেত্রীরা রাজনৈতিক দলে নতুন করে প্রবেশ করেছে ,অনেক নেতা-নেত্রীরা নতুন করে রাজনৈতিক গান বেঁধেছেন। এইবারের বিধানসভা ভোট একেবারে আলাদা তা ২রা মে যেদিন এই যুদ্ধের ফল শোনা যাবে।

এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টিকে গঙ্গা জলের মত পবিত্র বলে মন্তব্য করলেন। একথা তিনি কেন বললেন কোন কথার উপর ভিত্তি করে বললেন? আসলে ব্যাপারটা হল এবিপি আনন্দে দিলীপ ঘোষকে নিয়ে একটি সাক্ষাৎকারে বসে ছিলেন সুমন এবং সেখানে সুমন, দিলীপ ঘোষকে যে,” যে সমস্ত নেতারা তৃণমূলে থেকে দুর্নীতি করছেন তারাই আবার বিজেপিতে প্রবেশ করছেন এতে বিজেপির কোনরকম সম্মানে কলঙ্ক লাগবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে দিলীপ ঘোষ জানান যে, ভারতীয় জনতা পার্টি জলের মত পবিত্র।”

তিনি আরও বলেন,”গঙ্গা জলে যেমন অনেক নোংরা থাকে কিন্তু তবুও তাতে গঙ্গার পবিত্রতা কখনো কমে যায় না, সেইরকমই ভারতীয় জনতা পার্টি তে যতই ভুলভাল লোক প্রবেশ করুক না কেন তাতে ভারতীয় জনতা পার্টির সব সময় পবিত্র থাকবে। যারা বিজেপিতে আসছেন, তারা যদি ভালো কাজ করতে পারে তাহলে জনতা তাদের রাখবে, নয়তো তাদের দল থেকে বের করে দেওয়া হবে।”

দিলীপ ঘোষ আরও বলেন যে, “বিজেপির তরফ থেকে দরজা খুলে রাখা হয়েছে। সেখানে ভালো মানুষের সাথে সাথে কয়েকটা মশা, মাছি উড়ে আসছে। এরকম হবেই কিন্তু অবশেষে জনতা তাদের মধ্যে থেকেই ভালো নেতাকে বেছে নেবেন।”

wb bjp president dilip ghosh tells about the party
“BJP গঙ্গা জলের মত পবিত্র, এতে মাঝে মাঝে গু-গোবর ঢুকে যায়” – দিলীপ ঘোষ