আগামীকালের আবহাওয়া কেমন হবে রাজ্যে ? 24 অক্টোবর 2020. Tomorrow Weather Update
প্রিয় পাঠকেরা, আপনারা কেমন আছেন ? দূর্গা পূজা আরম্ভ হয়ে গেছে কিন্তু মহামারীর কারণে সেই চিরপরিচিত আনন্দ প্রায় নেই বললেই চলে। আজ 23 শে অক্টোবর। আমি আপনাদেরকে আগামীকালের আবহাওয়া অর্থাৎ 24 শে অক্টোবর অষ্টমী এর আবহাওয়া সম্পর্কে বলতে চলেছি। সংক্ষেপে, আগামীকাল আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। (Tomorrow weather update- 24 October, 2020 । Alipore Weather Forecast। Durga pujo Asthamir abohawa kamon hobe ?)
কালকে সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে যথাক্রমে 32 ডিগ্রী সেলসিয়াস এবং 24 ডিগ্রী সেলসিয়াস । আদ্রতা থাকবে 81 %। বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র 20 শতাংশ। আকাশ যদিও সামান্য মেঘলা থাকবে। বাতাসের গতিবেগ হবে (2-10) কিমি/ঘন্টা আমি নিচে একটি টেবিল এর মাধ্যমে বাকিটা দিয়ে দিয়েছি। (Maximum and minimum temperature will be 32 degree C and 24 degree C respectively. Humidity- 81%. There is a less chances of rainfall.Tomorrow Weather Update, Kolkata, West Bengal)
1. তাপমাত্রা | সর্বাধিক 32 ডিগ্রী সি | সর্বনিম্ন 24 ডিগ্রী সি |
2. আদ্রতা | 81% | |
3. বাতাস | (2-10) কিমি/ঘন্টা | |
4. সূর্য | সূর্যোদয় : 5:37 am | সূর্যাস্ত: 5:04 pm |
