খবরভাইরালরাজনীতিরাজ্যসর্বশেষ

শালবনিতে CPIM প্রার্থী সুশান্ত ঘোষের গাড়ি ভাঙচুর, রেহাই পায়নি সংবাদমাধ্যম

শুরু হয়ে গেছে প্রথম দফা নির্বাচন। আর সাথে সাথে শুরু হয়ে গেছে খেলা।শনিবার সকালে ভোট শুরু হবার ঘণ্টাখানেকের মধ্যেই শুরু হয়ে গেছে জেলায় জেলায় অশান্তি। তার মধ্যেই সালবনি ছোট তারা গ্রাম সাক্ষী রইল আরো একটি অশান্তির। সেখানে বুথের সামনে জনসাধারণের বিক্ষোভের শিকার হন শালবনির সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএমের সুশান্ত ঘোষ। (West Bengal Election Voting 2021 Phase 1: -CPM leader Sushanta Ghosh car is attacked in Shalboni, Paschim Medinipur)

সুশান্ত বাবুকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙ্গা হয় তার গাড়ি। ইতিমধ্যেই সমস্ত ঘটনার জন্য দায়ী করা হয়েছে তৃণমূলকে। তখন কেন্দ্রীয় বাহিনীর কোনো নিরাপত্তা কর্মী বুথের বাইরে কর্মরত অবস্থায় ছিলেন না। কেন্দ্রীয় বাহিনীর কর্মরত জোয়ানরা আমরা সকলেই ছিলেন বুথের ভিতর। (CPM prarthi Sushanta Ghosher gari te hamla)

সুশান্ত ঘোষের সঙ্গে যে পুলিশকর্মীরা ছিলেন তারা তাকে নিরাপদে বাইরে নিয়ে যান। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। ঘটনার জেরে আটক করা হয়েছে 7 জনকে। শুধুমাত্র সুশান্তবাবু না, হামলার হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্যম। বিক্ষোভকারীদের ইটের আঘাতে সংবাদমাধ্যমের গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। সাথে আহত হয়েছেন সাংবাদিকসহ চিত্রগ্রাহক রাও।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও তারা এই অভিযোগ স্বীকার করেননি। শালবনির তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো জানিয়েছেন, কোথাও কারুর ওপর হামলা করেনি তৃণমূল।

শনিবার এই ঘটনার আগেই সরব হয়েছিলেন সুশান্ত ঘোষ। তিনি অভিযোগ করে বলেন যে, শালবনির বিভিন্ন বুথে বসতে দেওয়া হয়নি তাদের এজেন্ট দের। এছাড়াও বেশ কিছুদিন ধরেই তাদের এজেন্ট দের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যাতে তারা কোনো কাজ না করতে পারেন। ফলে বুথে বুথে এজেন্ট দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এমনকি বাইরে থেকেও লোক এনে এই মুহূর্তে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন সুশান্তবাবু।

west bengal election voting 2021 phase 1 - cpm leader sushanta ghosh is attacked
শালবনিতে CPIM প্রার্থী সুশান্ত ঘোষের গাড়ি ভাঙচুর, রেহাই পায়নি সংবাদমাধ্যম