খবররাজ্যসর্বশেষ

নতুন শিল্পস্থাপন সংস্কারের পথে বাংলা

এইবার নতুন শিল্প স্থাপনে বিনিয়োগে উন্নতি আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জমি রেজিস্ট্রেশন থেকে মিউটেশন ,ট্রেড লাইসেন্স, বিজ্ঞাপনের হোর্ডিং, মোবাইল টাওয়ার বসানো, সমস্ত কিছুর আবেদনে এবার থেকে খুব সহজভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পূরণ করা যাবে। (West Bengal on the path of new industrial reform. Land Registration, Mutation, Trade Licence, Advertisement Hoarding, Mobile Tower construction application can be done on Online from home)

ব্যবসা এবং বিনিয়োগে কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাইসেন্স তৈরি হওয়া থেকে শুরু করে অন্যান্য সরকারি আবেদনপত্র সমস্তই অনলাইনে খুব সহজভাবে করার ব্যবস্থা করছে রাজ্য সরকার। (Some positive initiative of WB CM Mamata Banerjee)

দেখা যায় যে অনেকে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন এর জন্য ট্রেড লাইসেন্স জোগাড় করতে হয়ে পড়ছেন হিমশিম খানা থেকে শুরু করে জমির মিউটেশন করতে চান সেক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেককে, আর কোন সমস্যার সম্মুখীন যাতে সাধারণ মানুষকে না পড়তে হয় সেইজন্য ঘরে বসেই অনলাইনে এই সমস্ত কাজ খুব সহজেই হয়ে যাওয়ার ব্যবস্থা করছে মমতা ব্যানার্জির সরকার।

২০২০ থেকে ২০২১ অর্থবর্ষে “ইজ অফ ডুইং বিজনেস” নীতিতে নতুন নতুন পরিষেবা যুক্ত করার ব্যবস্থা করছে রাজ্য সরকার। (Ease of Doing Business Policy)

জানা যায় যে ১৫ ডিসেম্বরের মধ্যে এই কাজ করার জন্য প্রত্যেকটি দপ্তরকে নির্দেশ দেন মুখ্য সচিব। প্রত্যেকে দপ্তরে চার থেকে পাঁচজন করে অফিসার থাকবে এবং যাদের নিয়ে হবে “প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট”।

তারা এই সমস্ত কাজ গুলোকে ভাল করে দেখাশোনা করবেন। কোন শিল্পের জন্য যদি জমি নেওয়া হয়, সেই জমির মিউটেশন এবং রেজিস্ট্রেশন যাতে এক প্রক্রিয়াতে হয়ে যায় সেই রকমেরই ব্যবস্থা করছে সরকার। রেজিস্ট্রেশন এবং মিউটেশন এই দুটো কাজ করার জন্য আগে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হতো , কিন্তু সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী আর আলাদা আলাদা ভাবে করতে হবে না।

রেজিস্ট্রেশন এবং মিউটেশনের জন্য আবেদনপত্র অনলাইনে জমা দিলে রেজিস্ট্রেশন এর তথ্য চলে যাবে মিউটেশনের কর্তৃপক্ষের কাছে এবং সেখানেই শুরু হয়ে যাবে মিউটেশনের কাজ এবং এরপর এসএমএস অথবা ই-মেইল এই জেনে নেওয়া যাবে বর্তমান মালিক এবং আগের মালিকের নাম।

মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ডেপুটি ডিরেক্টর জেনারেল শুভাশিস রায় বলেন যে, এরকম একটি পরিকল্পনা কে স্বাগত জানানো হচ্ছে। এরকম একটি পরিকল্পনার মাধ্যমে অনলাইনে সমস্ত কাজ সু-সম্পন্ন হলে অনেকের অনেক সময় বাঁচবে এবং কাজগুলো অনেকটা পরিমাণে সহজ হয়ে উঠবে সকলের কাছে। (The Deputy General of Merchant Chamber of Commerce and Industries- Subhashis Roy)

“বিজনেস রিফর্মস একশন প্লান” ছিল ১৮৭ টি সংস্কার ছিল যার মধ্যে সবকটি সংস্কারই বাস্তবায়ন করেছিল রাজ্য সরকার। এবার সেই সংস্কারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০১টি। (Business Reforms Action Plan)

Bengal on the path of new industrial reform
নতুন শিল্পস্থাপন সংস্কারের পথে বাংলা (Credit : Mamata Banerjee Facebook Page)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।