বিনোদনসর্বশেষ

সুশান্ত মৃত্যুর আগে “মৃত্যুর পথ” খুঁজেছিলেন গুগলে

সুশান্ত তার মৃত্যুর আগে “যন্ত্রণাহীন মৃত্যু”, “স্কিৎজোফ্রেনিয়া”, “মানসিক বৈকল্য” এই শব্দগুলি সার্চ করেছিলেন গুগলে। সুশান্তের মোবাইল ও কম্পিউটার ঘেঁটে এরকমই তথ্য পাওয়া গেছে। এই তথ্য সাংবাদিক বৈঠকে জানিয়েছে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিংহ। মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে, ২০১৯ এর জানুয়ারি থেকে এবছর জুন পর্যন্ত সুশান্ত অ্যাকাউন্টে হওয়া সমস্ত আর্থিক লেনদেন তারা খতিয়ে দেখছেন। এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে সুশান্তের অ্যাকাউন্টে জমা পড়েছিল সাড়ে ১৪ কোটি টাকা। এছাড়া ৪ কোটি টাকার একটি ফিক্স ডিপোজিট করেছিলেন অভিনেতা।

সুশান্তের বাবা কে কে সিংহ, সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগ জানিয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী‌র বিরুদ্ধে।। মুম্বাই পুলিশের দাবি এই অভিযোগের কোন তথ্য প্রমাণ মেলেনি। কে কে সিংহ আরও দাবি করেছেন, তার ছেলের কোন বিপদ হতে পারে জেনে ফেব্রুয়ারি মাসেই তিনি বান্দ্রা থানায় পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়‌নি। গত দেড় মাসে মুম্বাই পুলিশের নিষ্ক্রিয়তা দেখে তিনি বিহার পুলিশের দ্বারস্থ হন।

তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি তিনি বান্দ্রা পুলিশকে জানিয়েছিলেন তিনি তার ছেলেকে নিয়ে খুব চিন্তায় রয়েছেন। তার ছেলের কোনো বিপদ হতে পারে। সুশান্তের মৃত্যু পরবর্তী সময়ে কয়েকজনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে পুলিশের দারস্থ হয়েছিলেন। কিন্তু চল্লিশ দিন ধরে কোনো সুরাহা না হওয়ায় তিনি বাধ্য হয়ে বিহার পুলিশের কাছে নতুন করে অভিযোগ জানান। বিহার পুলিশ খুবই তৎপর ভাবে তদন্ত চালাচ্ছেন তাই মুম্বাই পুলিশের উচিত বিহার পুলিশকে সাহায্য করা। এই ভিডিওতে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও মন্ত্রী সঞ্জয় ঝাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য।

রিয়া চক্রবর্তীকে বারবার শমন পাঠানো হলেও বিহার পুলিশ সহায়তা পাননি রিয়ার তরফে। রিয়া চক্রবর্তী‌র নামে লুক-আউট নোটিশ জারি করার কথা ভেবেছে বিহার পুলিশ। যাতে তারা কোনোভাবেই দেশ ছেড়ে এই অবস্থায় যেতে না পারেন। রিয়া চক্রবর্তীর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়া আত্মগোপন করেন নি। তিনি নিরুদ্দেশ‌ও নন। মুম্বাই পুলিশের তরফে তাকে চারবার ডেকে পাঠানোয় তিনি প্রতিবারই হাজিরা দিয়েছেন। বিহার পুলিশের করা এফআইআরের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেছেন তারা। বিষয়টি নিয়ে রিয়া চক্রবর্ত্তী মুখ খোলেননি।

২৭ জুলাই থেকে মুম্বাইতেই রয়েছে বিহার পুলিশের একটি দল। সম্প্রতি রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একজন মহিলা আইপিএসকেও মুম্বাই পাঠাতে চলেছে বিহার পুলিশ। বিহার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তের নথি তারা খতিয়ে দেখছেন। এবং তার মৃত্যু নিয়েও তারা তদন্ত করবেন। এরপর সুশান্তের মৃত্যু তদন্ত কোন দিকে মোড় নেয় সে দিকে তাকিয়ে সুশান্তের পরিবারসহ সমগ্র ভক্ত মহল।