কি কারনে অভিনেত্রী সারা আলি খান লাল পোশাকে সেজে উঠলেন ?
দর্শকেরা আপনারা এই পোস্টের থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন সারা আলি খানের পোশাক। মূলত একটি কাগজ ফুল গাছের পাশে দাঁড়িয়ে সুন্দর ভঙ্গিতে ফটো দিয়েছেন তিনি। আপনারা পরবর্তী ফটো গুলো দেখলে বুঝতে পারবেন সারা আলি খানের পায়জামা। (Bollywood Xossip : Why Bollywood actress Sara Ali Khan poses in red dress with Bougainvillea)
মূলত তিনি হালকা শীতের পোশাক পরেছেন। অন্য একটি ফটোতে তিনি এবং বরুণ ধাওয়ানকে ঘনিষ্ঠভাবে দেখা গেল। প্রসঙ্গত একটা কথা বলা ভালো যে, এই মুহূর্তে কুলি নাম্বার ওয়ান ট্রেলার রিলিজ হয়েছে। আর সেই সিনেমার প্রমোশন এই তিনি বিভিন্ন ধরনের ফটো আপলোড করছেন সোশ্যাল মিডিয়াতে।
তিনি এই ফটোর ক্যাপশনে লিখেছেন,”তোমরা পড়ে ফেলেছো নিশ্চয়ই। আমি লাল পোশাকে তৈরি। ট্রেলার মুক্তি পেল। দুর্দান্ত সময় সামনে। তোমরা অলরেডি অনেক কিছু শুনে ফেলেছো। তোমরা এক্ষুনি দেখে নাও ট্রেইলারটি।”

মূলত অভিনেত্রী দর্শকদের উদ্দেশ্যে তার আগামী সিনেমার ট্রেলার দেখার বার্তা দিয়েছেন। তিনি সর্বমোট পাঁচটি ফটো দিয়েছেন। ইতিমধ্যে এই ফটোগুলো তে 1 মিলিয়ন এর উপরে লাইক পড়ে গিয়েছে। সারার অনুরাগীরা ভালো ভালো মন্তব্য করেছেন। মোটের উপর প্রত্যেকেই সারার এই লুক ভীষণ পছন্দ করেছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

এছাড়া দেখুন ঘনিষ্ঠভাবে সারা আলি এবং বরুণ ধাওয়ান ফটো দিয়েছেন। তারা একটি ফটো তুলেছেন কাগজ ফুল গাছের পাশে দাঁড়িয়ে। আর অপর ফটোটি দেখা যাচ্ছে একটি পার্কে। তবে মোটের উপর ফটো দুটি একই পার্ক থেকে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হয়তো দুটো প্রান্তের ফটো
