দেশরাজনীতিসর্বশেষ

রাহুল কেন মোদিকে কাপুরুষ বললেন ?

আমরা দীর্ঘদিন ধরে একই কাজ দেখতে পাচ্ছি। আর তা হলো রাহুল গান্ধী, নরেন্দ্র মোদির পিছনে পড়ে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাই করছেন না কেন তাতেই তাকে আক্রমণ করে চলেছেন ক্রমাগত। আর এই ব্যাপারটা আমরা অনেকদিন ধরেই দেখে আসছি।

এবার চীনের ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন তিনি। তার কথা অনুসারে, নরেন্দ্র মোদী একজন কাপুরুষ (According To Rahul Gandhi, Narendra Modi Is A Coward)। আর ঠিক এই কারণেই নাকি চীন-ভারতের জমিতে ঢুকে পড়েছে।

তিনি আরো বলেন, নরেন্দ্র মোদি নাকি সে কথা মানছেন না। মূলত ট্যুইট বার্তায় রাহুল গান্ধী এই কথাটি ঘোষণা করেন রবিবার সন্ধ্যা বেলার দিকে। এক্ষেত্রে আর একটা কথা বলাই বাহুল্য যে, স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লা থেকে দুর্দান্ত এক ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি। আর তিনি সেখানে উল্লেখ করেন যে,”আমাদের দেশে যারা বাইরে থেকে আক্রমণ করছে তাদের কড়া জবাব দিয়ে দিয়েছি।”

নরেন্দ্র মোদি আরো বলেন যে,”লাইন অফ কন্ট্রোল থেকে লাইন অব একচুয়াল কন্ট্রোল পর্যন্ত মাঝে মাঝে ভারতে বাইরে শত্রুর আক্রমণ করেছে (Foreign Invaders Attack From LOC to LAC of India )। আর ঠিক সেই মুহূর্তেই কড়াভাবে পাল্টা আক্রমণ করেছে ভারত। আমাদের দেশের সাহসী জওয়ানরা সব সময় দেশের সীমান্তে সুরক্ষার দায়িত্বে মগ্ন। তাদের লড়াইয়ের বিরুদ্ধে কেউ যেতে পারবেনা।”

আর এই কথারি পাল্টা উত্তর দেন রাহুল গান্ধী (Rahul Gandhi Tweet )। তিনি বলেন,”সেনাবাহিনীর সাহসিকতা নিয়ে গোটা দেশের প্রত্যেকেরই ভরসা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সেনাদের উপর পুরো বিশ্বাস রাখেন না। তিনি বোধহয় কাপুরুষ। কাপুরুষতার ফলেই চীন আমাদের ভেতর ঢুকে পড়েছে। তারা আমাদের জমি দখল করে ফেলেছে। অপরদিকে মোদি ক্রমাগত মিথ্যা কথা বলে চলেছেন। আর এর ফলস্বরূপ চীনের দখলে আমাদের দেশের জমি।”

গত জুন ১৫ তারিখে লাদাখের গালওয়ান সীমান্তে চীন সেনা, ভারতীয় জওয়ানদের উপর অতর্কিত আক্রমণ চালায়। আর এর ফলস্বরূপ ২০ জন নির্ভীক ভারতীয় জন শহীদ হন। আর এরপর থেকে ক্রমাগত কেন্দ্রীয় সরকারের বিপক্ষে ডাকছেন কংগ্রেস দলের লোক।

এক্ষেত্রে নরেন্দ্র মোদী (PM Narendra Modi) একটা কথা বলেছিলেন। তার কথা ছিল যে, চীনের সৈন্যরা ভারতের ভিতরে ঢুকতে পারেনি। আর ভারতের জমি দখল করতে সক্ষম হয়নি। সাংবাদিক বৈঠকে এই কথাগুলোই নরেন্দ্র মোদি ব্যক্ত করেছিলেন। আর এই কথার উপর ভিত্তি করেই রাহুল গান্ধী তাকে আক্রমণ করতে ছাড়েননি। আর স্বাধীনতা দিবসের দিন মোদির উপর এক হাত নিয়ে নিলেন কংগ্রেস।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।