দেখুন কি কারণে কিয়ারার গালে আলতো কামড় দিয়েছিলেন সুশান্ত ?
তিন মাস হয়ে গেল আমরা আমাদের প্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত কে হারিয়েছি। আর স্বাভাবিকভাবেই সুশান্ত কে সবথেকে বেশি মিস করছেন তার পরিবারের সদস্যগণ। অপরদিকে সুশান্তের অনুরাগীরা ও তার প্রতিটি মুহূর্তকে মিস করছেন। আর তার মৃত্যু তদন্ত নিয়ে এই মুহূর্তে গোটা ভারত তোলপাড়। অপরদিকে মাদকচক্রের যোগ থাকায় রিয়া চক্রবর্তী এবং আরো কয়েকজনকে গ্রেপ্তার করেছে এনসিবি।
সম্প্রতি সুশান্তের সঙ্গে কিয়ারা আদভানির একটি পুরনো ফটো পাওয়া গেলো (A cute photo of Sushant Singh Rajput and Kiara Advani has been found)। আর এই ফটোটি মূলত ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’র সময়কার। আর এই ফটোটি মূলত অভিনেত্রী 2016 সালে নিজেই পোস্ট করেছিলেন। চলুন প্রকৃতপক্ষে এই ফটোতে কি ঘটেছিল তা জেনে নেওয়া যাক।
এই ফটোতে দেখা যাচ্ছে যে সুশান্ত অভিনেত্রীর গালে চুমু দিচ্ছেন (Here Sushant is kissing Kiara Advani)। মূলত ভীষণ মিষ্টি একটি ফটো এটি। আর পরবর্তীকালে এটিকে অভিনেত্রী আপলোড করে দেন। আর তিনি সেখানে লিখেছেন,” যখন তুমি সুশান্তর সঙ্গে দীর্ঘদিন পরে দেখা করবে তখন এরকমটা ঘটবে। সুশান্ত আমাকে অ্যাটাক করেছে। #SushAttack.

অপরদিকে আলিয়া ভাটের প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জন এর সঙ্গেও একটি ফটো তে দেখা গেল সুশান্ত সিং রাজপুত কে (Also, Sushant has been found with Alia Bhatt’s best friend Akansha Ranjan.)। আর তাদের এই ফটোটি ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই ফটোটাকেও।

অপরদিকে কিয়ারা আদ্ভানি এবং সুশান্তের আরো কয়েকটি মিষ্টি ফটো পাওয়া গেল। সেখানে কিয়ারা এবং সুশান্ত একে অপরের সঙ্গে খুনসুটি করছেন। আর প্রত্যেকটি ফটো মূলত এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি শুটিংয়ের সময়কার।