বিনোদনভাইরালসর্বশেষ

চলুন জেনে নেই কোন দশটি কারণে সুশান্তের বাবা রিয়াকে খুনি বলেছেন ?

সুশান্তের মৃত্যু মামলা ক্রমাগত মোড় নিচ্ছে। আর এই মুহূর্তে ধারণা করা হচ্ছে যে ড্রাগের সাথে সুশান্তের মৃত্যুর যোগসুত্র থাকলেও থাকতে পারে। আর এই কারণে রিয়া চক্রবর্তী হোয়াটসঅ্যাপ বার্তা উদ্ধার হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত করা হবে। তো এই মুহূর্তে, সুশান্তের বাবা রিয়া চক্রবর্তী কে তার ছেলের খুনি বলে অভিহিত করেছেন। আর তিনি চাইছেন যে রিয়াকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। তো চলুন কোন দশটি কারণে সুশান্তের বাবা রিয়াকে খুনি বলেছেন।

১. সুশান্তের বাবার মতে,”রিয়া চক্রবর্তী আমার ছেলেকে দীর্ঘদিন ধরে বিষ খাইয়ে যাচ্ছে। ও একটা খুনি। ও এবং ওর সাহায্যকারীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। আর শাস্তি দেওয়া হোক।” (Sushant’s Father Accuses Rhea Chakraborty)

২. ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী সংস্থা দা নারকটিকস কন্ত্রল বিউরো এনসিবি রিয়া চক্রবর্তী এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে ‘ক্রাইম নাম্বার ১৫’ রেজিস্টার করেছে (The Narcotics Control Bureau Is Introduced In Sushant’s Case And Crime Number 15 Is Registered By Them )। আর এই সংস্থা গাঁজা সংগ্রহ, ক্রয় করা এবং ব্যবহার করার ক্ষেত্রে চার্জ গঠন করতে চলেছে। কারণ এগুলো একটা অপরাধের পর্যায়ে পড়ে।

৩. রিয়া চক্রবর্তীর মোবাইল থেকে 15 পাতার হোয়াটসঅ্যাপ কথোপকথন উদ্ধার করা হয়েছে। আর এই মুহূর্তে ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে টাকা-পয়সা লেনদেনের গরমিল থাকায় ব্যাপারটিকে তদন্ত করে দেখা হচ্ছে। একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী সংস্থা মুম্বাইতে আসছে।

৪. গোপন সূত্র থেকে পাওয়া গেল, রিয়া চক্রবর্তী মেসেজে ড্রাগ কেনার কথা বলেছিলেন। আর রিয়া এবং অভিনেতা সুশান্ত অনেকদিন ধরেই ডেটিং করছিলেন (Rhea Chakraborty And Sushant Singh Rajput Have Been Dating For A Long Time)। আর রিয়া তার মোবাইলে একজনের নম্বর সেভ করে রেখে দিয়েছিল মিরান্ডা সুশি নামে।

৫. সূত্র থেকে জানা গেল, সুশান্তের ডাকনাম সুশি। আর মিরান্ডা হল সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। মঙ্গলবারে সিবিআই স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করেছে, আর তাকে ড্রাগের মামলায় অভিযুক্ত করেছে।

৬. অবশ্য রিয়া চক্রবর্তীর উকিল রিয়ার বিরুদ্ধে ড্রাগের যে অভিযোগ আনা হয়েছে তার সম্বন্ধে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে, রিয়া তার ২৮ বছরের জীবনে কোনদিন ড্রাগ বা ড্রাগ ডিলারের সংস্পর্শে আসে নি। তার মতে, রিয়া কোনদিন ড্রাগ নেয় নি। তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে, রিয়া যেকোনো মুহূর্তে ব্লাড টেস্ট করতে প্রস্তুত।

৭. এই মুহূর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী সংস্থাকে এই কেস এর মধ্যে সংযুক্ত করা হয়েছে। ৩৪ বছর বয়সী এই বিখ্যাত অভিনেতা মৃত্যু মামলায় সিবিআই ইতিমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছে। আর তাদের সঙ্গে কাজ করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও মুম্বাই পুলিশ এবং পাটনা পুলিশ অনেকগুলো জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছে। গত দুই মাস ধরে বিভিন্ন ধরনের গুজবে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

৮. সুশান্তের পরিবার সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ পাওয়ার পর সিবিআই তার কাজ শুরু করে দিয়েছে। সুশান্তের বাবা প্রথমে পাটনা পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তিনি বলেন যে, রিয়া তার ছেলেকে মানসিকভাবে অত্যাচার করেছে, তার থেকে টাকা খেয়েছে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই এফআইআর-এ রিয়া চক্রবর্তীর গোটা পরিবার, সুশান্তের আগের ম্যানেজার শ্রুতি মোদি, স্যামুয়েল মিরান্ডা এবং আরো কয়েকজনের বিরুদ্ধে করা হয়েছে।

৯. সিবিআই খুব শীঘ্রই রিয়া চক্রবর্তী কে জিজ্ঞাসাবাদের জন্য আবার ডাকবে। রিয়ার বাবা এবং ভাইকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাছাড়া দীর্ঘ সাত দিন ধরে রাজপুতের ফ্ল্যাটমেইট সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১০. গত জুন মাসের ১৪ তারিখে সুশান্ত সিং রাজপুত কে তার নিজের বাড়ি বান্দ্রাতে মৃত অবস্থায় পাওয়া যায়। মুম্বাই পুলিশ এ কে বলেছিল আত্মহত্যা। কিন্তু এরপরে গোটা দেশ ব্যাপী নেপোটিজম বা স্বজনপোষণ এবং আরো বিভিন্ন ধরনের গুজব শুরু হয়ে যায়। আর এরপরই তারা তদন্ত করতে শুরু করে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।