রাজ্যসর্বশেষ

বাম্পার অফার! করোনা টেস্ট করালেই পাবেন 2 কেজি আলু! দেখুন কিভাবে ?

আজকে আমি আপনাদেরকে এক দুর্দান্ত খবর জানাতে চলেছি। আর এই খবরটি মূলত বর্ধমানের পাল্লারোড পল্লী মঙ্গল সমিতির। তারা যে দারুণভাবে স্বাস্থ্যসচেতন সেটাই এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। চলুন জেনে নেই তারা কি উদ্যোগ নিয়ে এসেছে ? মূলত ওই এলাকার লোকজন যদি করো টেস্ট করায়ে তাহলে সে 2 কেজি আলু পাবে।

মূলত পুরো ব্যাপারটা জানা গেল পল্লী মঙ্গল সমিতি কর্মকর্তাদের তরফ থেকে। তারা মূলত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তাদের লক্ষ্য হলো যে, পুজোর আগে এলাকাতে করোনার প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নির্মূল করতে চাইছেন। আর সে কারণে বেশি বেশি করে করোনা টেস্ট করার পদক্ষেপ গ্রহণ করেছেন (Test Covid-19 and win 2 kg potato from Palli Mangal Samity in Palla Road, Burdwan) ।

তারা আরও গুরুত্বপূর্ণ কথা বললেন। তারা জানালেন যে, তাদের এলাকার অধিকাংশ মানুষের করোনা রোগের কোন প্রকার লক্ষণ নেই। ফলে তারা না বুঝেই অন্যদের মধ্যে এই রোগটাকে ছড়িয়ে দিচ্ছেন। এক্ষেত্রে একটাই মাত্র উপায়। আর সেটা হলো যত বেশি সম্ভব করোনা পরীক্ষা করা। পরীক্ষা করার পর তাদেরকে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ করা আমাদের লক্ষ্য। আর এভাবেই করোনা সংক্রমণ রোধ করা সম্ভব।

অপরদিকে তারা একটি হেল্পলাইন চালু করে দিয়েছে। অপরদিকে বেশ কিছু লোকজন মনে করছেন যে যদি তাদের করোনা পজিটিভ আসে তাহলে সমাজ তাদেরকে বের করে দেবে। তাই তারা ভয় পরীক্ষাকেন্দ্রে আসছেন না। আর তাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই হেল্পলাইন তৈরি করা হয়েছে। পল্লীমঙ্গল কমিটির কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোন ব্যক্তির যদি করোনা রোগ ধরা পড়ে, তা হলেও তার পাশে থাকবে সদস্যগণ। অপরদিকে এলাকার লোকজনকে নিয়ে নিজেরাই পরীক্ষাকেন্দ্রে এনে পরীক্ষা করিয়ে নিচ্ছেন।

জানা গেল এই সমিতির সম্পাদক হলেন সন্দ্বীপন সরকার। তিনি জানালেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষ ভীষণ গরিব। অপরদিকে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আবার আলুর দাম বর্তমানে কেজি প্রতি 30 টাকা।

ফলে রোজকার খাবারের ব্যবস্থা করা অনেকের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। তাই যারা করোনা পরীক্ষা করাতে আসবেন তাদের মধ্যে প্রথম 25 জনকে বিনামূল্যে 2 কেজি করে আলু দেওয়া হবে। পরবর্তী 25 জনকে 10 টাকা কেজি দরে 2 কেজি করে আলু দেওয়া হবে। আর এই কর্মকাণ্ড আগামী সাতদিন ধরে চালু থাকবে। তবে মোটের উপর পল্লী মঙ্গল সমিতি এই উদ্যোগটি প্রশংসনীয়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।