খবরদেশসর্বশেষ

“কৃষি আইন প্রত্যাহার করুন, নয়তো আমার খেলরত্ন ফিরিয়ে নিন” এরকমই মন্তব্য করলেন বিজেন্দর সিং

সরকারের নয়াকৃষি আইনের বিরোধিতা করে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, দিল্লির রাস্তায় বিক্ষোভ দেখা যাচ্ছে। হাড় কাঁপানো শীতের মধ্যেও তাদের দাবি মানানোর প্রচেষ্টায় রয়েছে তারা। কৃষক সংগঠন এর মধ্যে আইনের ফলে ক্ষতিগ্রস্ত অনেক কৃষকরা। সেই জন্য এই আইন প্রত্যাহার করার দাবি নিয়ে আন্দোলনে নেমেছে প্রায় ছয় রাজ্যের কৃষকেরা। (Farm BIll 2020 protest : Withdraw the farm bill or take back my Khel Ratna says boxer Vijender Singh)

দেশের প্রতিটি কোনা থেকে আন্দোলনের সমর্থকরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষকদের পাশে রয়েছে। এইরকম একটি সময়ে এই আইনের বিরোধিতা করে কৃষকদের পাশে এসে দাঁড়ালেন বিজেন্দর সিং।

তিনি একজন ভারতীয় বিখ্যাত বক্সার। তিনি কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করেন, একটি ভিডিও কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে শেয়ার করেন।

এই ভিডিওটিতে তিনি বলেন,যদি কৃষকদের দাবি মেনে নেওয়া না হয় তবে রাজীব গান্ধীর থেকে পাওয়া খেলরত্ন পুরস্কার তিনি ফিরিয়ে দেবেন।

তিনি এই ভিডিওটিতে আরো বলেন যে,” কৃষকরা তাদের যোগ্য সম্মান নিজেরাই ফিরিয়ে নেবে। সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত হবে আর এটা কখনোই মেনে নেওয়া যাবে না। যদি তাদের দাবি না মানে তাহলে বড় সমস্যায় পড়তে হবে সরকারকে, সবসময় এটা মনে রাখতে হবে যে সরকার কিন্তু মানুষরাই গড়ে”।

তিনি ভিডিওটিতে আরো উল্লেখ করেন যে,” যখন আমার পাঞ্জাবে ট্রেনিং হয়েছিল , সেই সময় আমি এই সমস্ত কৃষকদের হাতে রুটি খেয়ে দিন কাটিয়েছি, আর আজকে তারা এত কষ্টে দিন কাটাচ্ছে। সেইসব ভাই গুলোর পাশে দাঁড়ানোর জন্য আজ আমি এখানে এসেছি”।

Withdraw the farm bill or take back my Khel Ratna says boxer Vijender Singh
“কৃষি আইন প্রত্যাহার করুন, নয়তো আমার খেলরত্ন ফিরিয়ে নিন” এরকমই মন্তব্য করলেন বিজেন্দর সিং (Instagram Photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।