খবরদেশসর্বশেষ

কেন্দ্রের নতুন খসড়া, কাজ করার সময় ৯ ঘন্টা থেকে ১২ ঘণ্টা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে

শ্রমিক মন্ত্রণালয় কাজের সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রের নতুন খসড়া পেশ করা হচ্ছে, আগে ৯ ঘণ্টা ছিল কাজের সময় কিন্তু এখন ৯ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা কাজের সময়সীমা নির্ধারণ করার পরিকল্পনা চলছে। (Work may be increased from 9 to 12 hours according to centre)

সপ্তাহের মধ্যে ৬ দিন এই কাজ করতে হবে এবং এই ৬ দিনে কাজ করার সময়সীমা হবে প্রত্যেক দিন ৮ ঘণ্টা করে করতে হবে,এই ৬ দিনে মোট ৪৮ ঘন্টা কাজ করতে হবে,এরপর আর বাড়তি কাজ করানোর পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে।

এখন নতুন নিয়ম অনুযায়ী ৯ ঘন্টার বদলে কাজের সময় সীমা বাড়িয়ে ১২ ঘন্টা করে দেওয়ার চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই খসড়া পেশ করার ফলে অনেক কাজের পরিমান বাড়াতে চাইছে কেন্দ্র, এইটাই এখন বলছে বিভিন্ন কর্মীরা।

সংসদের অধিবেশনে তিনটি শ্রমিক সংক্রান্ত খসড়া পেশ করা হয়েছিল তার মধ্যে কর্মীদের কাজের বিষয় সম্পর্কেও ছিল। এই খসড়া জমা দেওয়ার ফলে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে কেন্দ্রের, তবে কোনো কর্মীকেই এক সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না এবং একনাগাড়েও কাজ করানো যাবে না। তবে সপ্তাহের মধ্যে কাজে এর সময়সীমা ৯ ঘণ্টা থেকে ১২ ঘন্টার বেশি করা যাবে না।

করোনা পরিস্থিতির কারণে লকডাউন পড়ার পর পর সারা জায়গাতেই কাজ প্রায় বন্ধ ছিল, এবং এই কাজ বন্ধ থাকার ফলেই এখন অনেক পরিমাণ কাজ জমে যাওয়ার ফলেএবং সেগুলো সময়মতো শেষ করার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যায়।

উত্তর প্রদেশ রাজস্থান সহ বিভিন্ন জায়গাতে সময়সীমা ৮ ঘন্টা থেকে ১২ ঘণ্টা বাড়িয়ে দিতে চলেছে খুব তাড়াতাড়ি।

Work may be increased from 9 to 12 hours according to centre
কেন্দ্রের নতুন খসড়া, কাজ করার সময় ৯ ঘন্টা থেকে ১২ ঘণ্টা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।