খবরভাইরালরাজ্যসর্বশেষ

বদলির প্রতিবাদে রানীগঞ্জের কয়লা খনিতে বিক্ষোভ শুরু শ্রমিকদের

Raniganj : এই ঘটনাটি রানীগঞ্জের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এর জে কে নগর কোলিয়ারির। মূলত কয়েকজন শ্রমিক কে আলাদা বিভাগে ট্রানস্ফার করে দেওয়া হয়। জানা গিয়েছে, 15 জন শ্রমিককে বদলি করে দেয় তারা ভেবেছিলেন আর্থিকভাবে ক্ষতি হয়ে যেতে পারে। আর ঠিক সেই কারণেই বিক্ষোভ শুরু করলেন। (Workers at a coal mine in Raniganj started protesting against the transfer in Raniganj, JK Nagar Coliyari)

সূত্র মতে, সাত গ্রাম এলাকাতে ইসিএলের ওই কয়লা খনিতে সেকশনের 15 জন শ্রমিককে পিস রেট থেকে টাইম রেটে বদলি করা হয়। আর শ্রমিকদের আশঙ্কা হয়েছিল যে তাদের আর্থিকভাবে ক্ষতি হয়ে যাবে। আর ঠিক সেই কারণেই খনির ভেতরেই 51 জন শ্রমিক বিক্ষোভ শুরু করেন। (An incident from Satgram ECL- Eastern Coalfield Limited, Raniganj, West Bengal)

প্রথমে সকালের শিফটে যে কর্মচারীগণ ছিলেন তারা বিক্ষোভ শুরু করেন। তাদের এই প্রতিবাদে পরবর্তীকালে সংগতি দেয় অন্য শিফটের শ্রমিকরা।

ইতিমধ্যে ইসিএলের অথরিটির পক্ষ থেকে স্টেটমেন্ট জানা গিয়েছে। তারা জানিয়েছেন যে, খনির ভেতরে এইভাবে বিক্ষোভ প্রদর্শন করা আইন সঙ্গত নয়। এই বদলির ব্যাপারটা পুরোপুরি ভাবে ঊর্ধ্বতন অথরিটির আইন অনুসারে করা হয়েছে। আর এই পুরো ব্যাপারটা নাকি সংস্থার আইনের পক্ষেই যাচ্ছে।

Workers at a coal mine in Raniganj started protesting against the transfer
বদলির প্রতিবাদে রানীগঞ্জের কয়লা খনিতে বিক্ষোভ শুরু শ্রমিকদের

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।