রাজনীতিসর্বশেষ

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে গ্রেপ্তার পানাগড়ের এক যুবক

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি অথবা রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কটুক্তি করায় এর আগে বহু ব্যক্তিকেই আইনি মামলার আওতায় পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হাইপ্রোফাইল সেলিব্রিটি অথবা রাজনৈতিক ব্যক্তিদের কটুক্তি করার প্রবণতা শুরু হয়েছে বহুদিন ধরেই।

এবার স্বয়ং প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় পুলিশের জালে এক ব্যক্তি। সম্প্রতি বর্ধমানের পানাগরের হাজরা পাড়ার কালু শেখ প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি কুরুচিকর ও অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কুরুচিকর মন্তব্য প্রকাশ করে ভিডিও পোস্ট করেন কালু শেখ। তার পোস্ট করা ভিডিও দেখে স্থানীয় বাসিন্দারা কালু শেখের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ ৩১ আগস্ট শুক্রবার অভিযুক্ত কালু শেখ কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কালু শেখকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে বিচারের জন্য পাঠানো হয়। নিজের দোষ স্বীকার করে জানিয়েছেন, তিনি বড় অপরাধ করেছেন এই ধরনের পোস্ট করা তার উচিত হয়নি।

বর্তমানে বিভিন্ন রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের এই সমস্যার সম্মুখীন হতে হয় বারবার। সম্প্রতি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকেও এই কটুক্তির মুখে পড়তে হয়েছে। বর্তমানে এটি একটি বড় সমস্যায় পরিণত হওয়ায় চিন্তিত সমস্ত মহল।

হাই বন্ধুরা, প্রতিদিন রাজনীতির গুরুত্বপূ্র্ণ খবর পাওয়ার জন্য bangla.365reporter বুকমার্ক করে রাখুন। আর ফেইসবুক, টুইটার এবং পিন্টারেস্টে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। ধন্যবাদ