রাজ চক্রবর্তীর সিংহাসন দখল করল খুদে যুভান – Raj Chakraborty Son Yuvan
আপনারা প্রত্যেকেই জানেন যে গত বছরের সেপ্টেম্বর মাসের ১২ তারিখে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী এক মিষ্টি ছেলের বাবা মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আর তারা তাদের ছেলের নাম রেখেছে যুভান। মাঝেমধ্যেই তার বিভিন্ন ফটো এবং ভিডিও দেখে নেটের জনতারা আপ্লুত হয়েছেন। এই রবিবারে পরিচালক রাজ চক্রবর্তী তার খুদে ছেলের হাতে সমস্ত দায়িত্বভার দিয়ে দিলেন। চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা কি? (Tollywood Xossip : Young Yuvaan claims the throne of director Raj Chakraborty)
ইনস্টাগ্রামে পরিচালক রাজ চক্রবর্তী শেয়ার করা একটি ফটো তে দেখা গেল, একটি চেয়ারের উপর বসের মতো বসে রয়েছে ছোট ইউভান। সে যেন সামনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর এই বাচ্চার গায়ে রয়েছে সাদার উপরে হালকা কিছু নকশা করা সোয়েটার, পাজামা এবং জুতো মোজা।
অপরদিকে রাজ এই ফটোর ক্যাপশনে লিখলেন,”রাজ চক্রবর্তী প্রাইভেট লিমিটেডের নতুন বস হলেন যুভান চক্রবর্তী। আমার সমস্ত চিন্তাভাবনা দূর হয়ে গেল এবং আমি এখন অনেক রিলাক্সড। এরপর থেকে আমার ছেলে সমস্ত কিছুর দায়িত্বভার গ্রহণ করছে। আর সে সমস্ত কিছু দেখাশোনা করবে।”
ইতিমধ্যে এই ফটোতে ৩০ হাজারের উপরে রিঅ্যাকশন পড়ে গিয়েছে। প্রত্যেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন। আয়েশা নামে একটি মেয়ে লিখলেন,”ওলে বাবালে লে।” মেগান লিখলেন,”লাভলী, যুভান।” অঙ্গিরা দেবী লিখলেন,”কিউট…. একদম কুচু কুচু।”

অপরদিকে অন্য এক মহিলা লিখলেন,”একটুও হাসি নেই কেন, কিন্তু সে খুব কিউট।” অপরদিকে কমলিকা নামে একটি মেয়ে লিখলেন,”চটকে দেবো।”
হিসাব অনুযায়ী বর্তমানে যুভানের বয়স তিন মাসের কিছু বেশি হচ্ছে। আর আজ রবিবার থেকে পরিচালক রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী এবং অন্যান্য সেলিব্রিটিরা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত আছেন। অপরদিকে তার পরিচালিত দুটি সিনেমা ‘ধর্মযুদ্ধ’ এবং ‘হাবজি গাবজি’ শীঘ্রই রিলিজ হতে চলেছে।