অপরাধখবরসর্বশেষ

মলদ্বারে পাম্প করে হাওয়া ঢুকিয়ে নৃশংস অত্যাচারে মারা হলো শ্রমিককে

এই অমানবিক ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরি জেলার গাজিগাড ধোরিয়া গ্রামে। আর অত্যাচারে মৃত শ্রমিকের নাম পরমানন্দ ঢাকাড় (Paramananda Dhakar murder)। জানা গেল ওই ব্যক্তি পাথর ভাঙ্গার কাজে যুক্ত ছিলেন। মূলত তিনি তার কাজের ন্যায্য পারিশ্রমিক দাবি করলে তার মালিক এবং কয়েকজন কর্মচারী নৃশংস অত্যাচার করে মেরে ফেলেন। (Madhya Pradesh News : A labour is murdered to death by acute torture in Gazigad, Shivpuri, Bhopal, Madhya Pradesh)

মূলত তাঁর ওপর এই শারীরিক অত্যাচারের ঘটনাটি ঘটেছিল মাসখানেক পূর্বে। কারখানার মালিক এবং কারখানার আরও ৪ জন শ্রমিক সেই নিগ্রহে যুক্ত হন। অবশেষে গত কাল মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেল নভেম্বর মাসের ৮ তারিখে ওই ব্যক্তি তার কারখানার মালিকের নিকট বেতন চেয়েছিলেন। কিন্তু ওই মালিক তাকে টাকা তো দেয়নি উপরন্তু কঠোর ভাষায় অপমান করেন। আর এরপর দুজনের মধ্যে কথাবার্তা ঝগড়ার রূপ নেয়। একটা সময়ে ঢাকাড়ের মলদ্বারে পাম্প করে হাওয়ার ঢুকিয়ে দেন মালিক। আর তার সাথে কারখানার আরও ৪ জন শ্রমিক যুক্ত হয়ে যান।

ওই কয় ব্যক্তি মিলে এরূপ ভয়াবহ ঘটনা ঘটান ঢাকাড়ের ওপর। মূলত সবাই চাইছিল যেন ওই শ্রমিক বেতন না পাওয়ার কথা বাইরে গিয়ে না বলে দেয় কাউকে। আর তারা যথেচ্ছ অত্যাচার করে। আর এর ফলে প্রবল ভাবে অসুস্থ হয়ে পড়েন ওই শ্রমিক।

তার সার্বিক অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। একটা সময়ে ওই ব্যক্তিকে গোয়ালিয়রের একটি বেসরকারি হাসপাতালে এডমিশন দেওয়া হয়। তবে ওই ব্যক্তি কিন্তু তার পরিবারের লোকজনের কাছে কোনো কিছুই জানাননি। এরপর ওই বেসরকারি হাসপাতাল থেকে জেলার হাসপাতলে ট্রান্সফার করা হয়। এরপর পরিবারের কাছে জানানো হয়।

পরিবারকে বলা হয়েছে, ঢাকাড়ের গ্যাসের সমস্যা হয়েছে। আর দীর্ঘ ৪৮ ঘন্টা পর অজ্ঞান অবস্থা থেকে তিনি উঠে বসেন। এরপর তার ওপর ঘটে যাওয়া নিশংস অত্যাচারের কথা পরিবারকে খুলে বলেন।

পরিবারের লোকজনের গা শিউরে ওঠে ভয় এই খবর শোনার পর। তারা সঙ্গে সঙ্গে থানাতে অভিযোগ করেন। ওই কারখানার মালিক রাজেশ রাইয়ের এর নামে এফআইআর করা হয়েছে। অপরদিকে কারখানার শ্রমিক রবি পিন্টু এবং পাপ্পু খানের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

A labour is murdered to death by acute torture in Bhopal
মলদ্বারে পাম্প করে হাওয়া ঢুকিয়ে নৃশংস অত্যাচারে মারা হলো শ্রমিককে (প্রতীকী ফটো)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।