কিভাবে বউয়ের মধুর প্রেম এবং ভালোবাসা লাভ করবেন ?
প্রত্যেক বিবাহ সম্পন্ন হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা দিয়ে। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্মান এবং বিশ্বাস থাকলে সেই দম্পতি আজীবন সুখে ঘর সংসার করতে পারেন। আসুন জেনে নিন, কয়েকটি সহজ উপায়ে আপনার স্ত্রী কে ভালবেসে আপনার কাছে কিভাবে ধরে রাখবেন (365 Reporter Bangla Romantic Tips: How to get the sweet love and affection from your wife) ?
১. প্রতিদিন যখন ঘুম থেকে উঠবেন,তখন কমপক্ষে পাঁচ মিনিট আপনার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে থাকবেন (When you wake up everyday, hold your wife in arms for at least 5 minutes)। এরকম করলে আপনাদের মধ্যে ভালবাসার গভীরতা আরো বেড়ে যাবে। ৫মিনিট এমন কিছুই নয়, কিন্তু এই পাঁচ মিনিট যদি আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন তাহলে আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে যাবে।
২. কাজে বেরোনোর পর স্বাভাবিকভাবেই আপনাকে নিয়ে চিন্তা করেন আপনার স্ত্রী। কাজে পৌছে সবার আগে আপনি আপনার থেকে ফোন করে জানাবেন, “আমি ভালোভাবে পৌছে গেছি।” এর ফলে আপনার স্ত্রী অযথা চিন্তা করবেনা। আপনাদের ভালোবাসা আরো মজবুত হবে।
৩. প্রত্যেকদিন কাজের শেষে বাড়ি ফেরার আগে কিছু না কিছু বউ এর জন্য কিনে নিয়ে আসুন। সেটা যেকোন দামি জিনিস হতে হবে তা কিন্তু নয়, খুব কম দামে আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারেন। হাতে করে কোন চকলেট অথবা গোলাপ ফুল কিনে নিয়ে আসুন, দেখবেন আপনার স্ত্রী মুহূর্তে খুশি হয়ে যাবে (Give small gifts like chocolate or rose to your wife and as a result your wife will be very happy)। আপনি তাকে খুশি করতে পারলে দেখবেন সে আপনার জন্য সব কিছু করতে রাজি থাকবে। মুহূর্তে গিয়ে আপনার জন্য জল নিয়ে আসবে। আপনি ক্লান্ত হয়ে থাকলে আপনার ঘাম মুছে দেবে।
৪. রাতে যখন ঘুমাবেন, তখন মনে করে বউকে পাশে নিয়ে বুকে আগলে ধরে শুয়ে থাকবেন। বউকে এরকমভাবে বুকে আগলে ধরে শুয়ে থাকলে আপনার তার প্রতি বিশ্বাস যোগ্যতা এবং ভালোবাসা আরো বেশি বাড়বে। আপনার স্ত্রী বুঝতে পারবে আপনি তার প্রতি কতটা সচেতন। (365 reporter Bangla jibon jatra : kivabe bouer modhur prem o valobasha lav korben )