কেন পুরুষেরা বিয়ে করতে ভয় পান, জেনে নিন আজকের প্রতিবেদনে – Lifestyle Problems
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিছুতেই বিয়ে করতে রাজি হন না। বিয়ে মানেই যেন তাদের কাছে একটি বিভীষিকা। বিয়ে থেকে শতহস্ত দূরে থাকতে চান তারা। পুরুষের পাশাপাশি মহিলারাও জীবনে একা থাকতে পছন্দ করেন। অনেকে আবার বিয়ে না করে শুধুমাত্র লিভ ইন করাতে বিশ্বাসী। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক যে, কেন বিয়ের প্রতি কিছু অংশের মানুষের এত ভয় কাজ করে। (Why men women both are afraid to marry ? Liv in somporko)
বিয়ের খরচ: বিয়ে মানেই একটি বড় খরচের অনুষ্ঠান। চার দিনব্যাপী অনুষ্ঠান করতে রীতিমতো লাখখানেক টাকা খরচ হয়ে যায় সকলের। দামি পোশাক থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সবকিছুতেই বেরিয়ে যায় টাকা। সব শেষে আবার সকলকে একসাথে খুশিও করা যায় না। বিরাট অংকের খরচ এর হাত থেকে বাঁচার জন্য অনেকেই বিয়ে করতে চান না। (Keno purush chele meyera bia korte bhoy pan)
স্বাধীনতা হারানোর ভয়: আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে বিয়ে মানেই স্বাধীনতা হারিয়ে যাওয়া। ছেলেরা যেমন একদিকে মনে করেন, বিয়ের পর দায়িত্ব-কর্তব্য অনেকাংশে বেড়ে যাবে।বন্ধুদের সঙ্গে নাইট আউট থেকে আরম্ভ করে আড্ডা সবকিছুই কমে যাবে আস্তে আস্তে। তেমন অন্যদিকে মেয়েরা বাড়িতে বসে থাকতে হবে এই ভয়ে বিয়ে করতে চান না। অনেকেই আছেন যারা মেয়েদের বাইরে চাকরি করা পছন্দ করেন না। বর্তমান সমাজে প্রত্যেক মেয়েরাই আত্মনির্ভর থাকতে পছন্দ করেন।তাই এইসব বাড়তি ঝামেলা এড়ানোর জন্য বিয়ে করতে চান না মেয়েরা।
স্ত্রীর পরকীয়ার ভয়: ব্যস্ত জীবনে এখন বেশিরভাগ মানুষের বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান। স্ত্রীর অথবা স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কে ঝামেলা এড়িয়ে যাবার জন্য অনেকেই চান না বিয়ে করতে।
দায়িত্ব নেবার ভয়: বিয়ে মানেই স্ত্রীর এবং সন্তানের দায়িত্ব পালন করা। স্ত্রী এবং সন্তানকে ভালো ভাবে রাখতে গেলে দরকার বিশাল অঙ্কের টাকা। পাশাপাশি তাদের ভালো রাখতে গেলে অনেকটা সময় দেওয়া প্রয়োজন। অনেক পুরুষ এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখতে চান।
পরিবারের সঙ্গে স্ত্রীর বোঝাপড়া: বেশিরভাগ মহিলারাই শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির সকলের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। ছেলেদের পক্ষে একদিকে স্ত্রী এবং একদিকে বাড়ির লোকদের ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়।এই সমস্ত দিক থেকে খুশি থাকার জন্য বিয়ে করতে চান না পুরুষেরা।