খবরভাইরালসর্বশেষ

বিবাহের দিন বউকে ছেড়ে গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেলেন বর, তারপর…

আমরা মিডিয়া মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটনার সাক্ষী হয়ে থাকি, মানুষেরই কিছু কার্যকলাপ দেখে কখনো আশ্চর্য হয়ে পড়ি, সম্প্রতি সেরকমই একটি ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের কুমার গ্রামের ঘটনা। (Panchkuri Area, Kumar Gram, Alipurduar News : Bor bridegroom Mintu Barman escapes with his girlfriend leaving the bou bride Papiya)

এতদিন আমরা সিনেমাতে এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি, কিন্তু বাস্তবে এমন ঘটনাও ঘটতে পারে তা অনেকেরই কল্পনাতীত ছিল। বিয়ের দিন স্ত্রীকে ছেড়ে নিজের প্রেমিকাকে নিয়ে চম্পট দিলেন বর। এদিকে একটি মেয়ে যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে, তার জীবনের দাম তার কাছে কিছুই নেই। এটি ঘটেছে আলিপুরদুয়ারে, ছেলে পেশায় রাজ্য পুলিশের হোম গার্ড, বিয়েতে তিনি নগদ দু’লক্ষ টাকা ও মোটরবাইক চেয়েছিলেন, যদিও সেটি বিয়ের আগেই যথারীতি নিয়েছিলেন মেয়ের বাবার থেকে, কিন্তু বিয়ের দিন কনেকে ছেড়ে পালিয়ে যান নিজের প্রেমিকার সাথে। (biyer din bou ke chere premika ke nia paliye gelen jubok bor)

এ ঘটনা জানতে পেরে কনের বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে; সেই সময় তার মেয়েকে সমাজের হাত থেকে রক্ষা করেন এক সিভিক পুলিশ। তবে যদিও এর উদ্যোগে ছিলেন কুমারগ্রাম থানার অফিসার বাসুদেব সরকার, তিনি সমস্ত পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি জানান কুমারগ্রাম থানার দুর্গা বাড়ি এলাকার রাসুবাবুর মেয়ে পাপিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আলিপুরদুয়ারের পাঁচকুড়ি এলাকার মিন্টু বর্মন এর। (kone is Papiya, daughter of Rasu babu)

ছেলেটি পেশায় হোম গার্ড চাকরি করতো, মেয়ের বাবার থেকে পণ বাবদ দু’লক্ষ টাকা ও মোটরবাইক, সোনার গয়নারে দাবি রেখেছিলেন তিনি। যথারীতি বিয়ের আগে তিনি তা মেয়ের বাবার থেকে নিয়ে নেন। সোমবার রাতে ছিল বিয়ে, আর এই বিপত্তি ঘটেছিল বিয়ের দিন সন্ধ্যাবেলায়। প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় মিন্টু কিন্তু রাসু বাবুর বাড়িতে খবর পৌঁছাতেই পরিবারের সকলেই বিপদে পড়েন, এমনকি কনে নিজেও কান্নায় ভেঙে পড়েন।

তখন সবাই কুমারগ্রাম থানার অফিসার বাসুদেব সরকার কাছে যান, তখন সেই পুলিশকর্তা পাপিয়ার বিয়ের জন্য উদ্যোগী হন, দিয়ে তিনি সোমবার রাতে কুমারগ্রাম থানার ই কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার, নাম দীনেশ রায় তাকে এই বিয়েতে রাজি করান এবং ছেলেটির বাড়ির লোককে ডেকে আনেন থানায়। (Civic volunteer Dinesh Roy agrees to marry Papiya)

দুই পরিবার বসে কথাবার্তা আলোচনা করে বিয়ে ঠিক করেন সামাজিকভাবেই তাদের বিয়ে দেয়া হয়, তবে মিন্টুর কাছ থেকে নগদ দু’লক্ষ টাকা মোটরবাইক উদ্ধার করে আনেন কুমারগ্রাম থানার পুলিশ। বাসুদেব বাবু নবদম্পতিকে উপস্থিত থেকে বিয়ের যাবতীয় ব্যবস্থা দেখাশোনা করেন এবং শেষে আশীর্বাদ করেন। (Basudeb Babu)

তাই পাপিয়ার বাবা জানান আমার মেয়েকে যেভাবে কুমার গ্রামের বাসুদেব বাবু লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচালেন, সেই ঋণ কোনদিন শোধ করতে পারব না। অন্যদিকে বাসুদেব সরকারের কথায়, এমন বিপদে পড়া পরিবারের পাশে দাঁড়িয়ে সামান্য সাহায্য করেছেন মাত্র, এটা তিনি মনে করেন। এই ধরনের ভালো মানুষও পৃথিবীতে আছে বলেই পৃথিবী এত সুন্দর, পৃথিবীর সবাই সমান নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে মিন্টুর মত ব্যক্তি রয়েছে পৃথিবীতে, তেমনি সেখানে বাসুদেব বাবুর মত ব্যক্তিরও উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায়।

bor bridegroom mintu barman escapes with his girlfriend leaving the bou bride
বিবাহের দিন বউকে ছেড়ে গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেলেন বর, তারপর…