খবরসর্বশেষ

দক্ষিণ ২৪ পরগনা চম্পাহাটিতে বাজি কারখানায় হলো অগ্নিকাণ্ড

South 24 Parganas : কিছুদিন পরেই শুরু হতে চলেছে দীপাবলি, যার জন্য চারিদিকে বাজি বানানোর কারখানায় লেগে গেছে তোড়জোড়। অনেক আগে থেকেই আমাদের রাজ্যে বাজি তৈরি করা নিষিদ্ধ, তবুও আনাচে-কানাচে অনেকই চুপিসারে বাজি কারখানা তৈরি করে তাতে বাজির ব্যবসা শুরু করে ফেলেছে। অনেক সময় শোনা যায় এখান ওখান থেকে বাজি কারখানার বিস্ফোরণের খবর। এবারেও উঠে এলো আরেকটি ঘটনা। (Explosion on Champahati, South 24 Parganas, West Bengal fireworks factory)

চম্পাহাটির বাজি কারখানা ভয়ানক আগুন। সকাল সাড়ে এগারোটা নাগাদ এই বাজি কারখানা আগুন লেগে যায় এবং এই আগুন নেভানোর জন্য সেখানে পৌঁছায় তিনটি দমকলের ইঞ্জিন। বাজি কারখানায় আগুন লাগার ফলে বিশাল আকার ধারণ করেছিল এবং সকলেই ভয় পাচ্ছিল যে এই প্রবল আগুন গোটা এলাকায় যেন ছড়িয়ে না পড়ে। (baji karkhana te agun)

ঘটনাস্থলে সেখানে বাড়ুইপুর জেলা পুলিশ থানার বিশাল পুলিশবাহিনীও ছিল। তারা দমকল এবং পুলিশ বাহিনী সকলেই চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার তবে, জানা যায় এখনো পর্যন্ত এই বিশাল আকারের আগুন নিয়ন্ত্রণে আসতে পারেনি।

কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বাজির ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া উচিত, এটা নিয়েই আইন হতে চলেছে বৃহস্পতিবার এবং এরই মধ্যে এ ধরনের ঘটনা ঘটে গেলো।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে যে, ছট পুজো জগদ্ধাত্রী পুজো সহ অন্যান্য পুজোতে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং যেহেতু করোনা আবহাওয়া বর্তমান সেই জন্য বাজি ফোটানো নিষিদ্ধ করা হয়।

মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় সকলের কাছে বিশেষ আবেদন করেন যে, বাজি ফাটলে, বাজি থেকে নির্গত গ্যাস পরিবেশ দূষণ করে, সেইজন্য এইরকম করোনা পরিস্থিতিতে সকলের ভালোর জন্য বাজি ফাটানো বন্ধ রাখতে।

করোনার এরকম আবহাওয়ার জন্য রাজস্থান সরকার সহ ওড়িশা সরকার দীপাবলিতে বাজি নিষিদ্ধ করে দিয়েছেন। এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট কিরকম পদক্ষেপ নেবে।

explosion on champahati fireworks factory
দক্ষিণ ২৪ পরগনা চম্পাহাটিতে বাজি কারখানায় হলো অগ্নিকাণ্ড

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।