খবরজীবনযাত্রাসর্বশেষ

লিভ-ইনে এই ৫টি টিপস না মানলে সম্পর্ক ভাঙতে বাধ্য । Live-In Relationship

যত দিন যাচ্ছে আমরা ততোই আধুনিক হচ্ছি। আর আমাদের চিন্তাভাবনা একটু অন্য ধরনের হচ্ছে। আর এখন প্রত্যেক একটু স্বাধীনতার স্বাদ উপভোগ করতে চাইছে। আর ঠিক এই কারণেই সঙ্গী সঙ্গিনীরা একসাথে কাটিয়ে দিচ্ছে কিন্তু বিয়েতে জড়াতে চাইছে না। তারা বিবাহকে একটা বদ্ধ এবং যন্ত্রণাময় জীবন বলে অভিহিত করছে। আর এভাবেই লিভ ইন ব্যাপারটা চলে আসছে। (Now-a-days live-in relationship is more preferable than permanent marriage : livein somporko)

বর্তমান প্রজন্মের অনেকেই লিভ ইন করতে বেশি প্রেফার করছেন। তবে সাইক্রিয়াটিস্ট বা মনোবিজ্ঞানীদের মতে অনুসারে, বিয়ের মতো লিভ ইন করতে গেলেও কতকগুলো নিয়ম পালন করতে হবে। কারণ বিয়ে হোক আর লিভ ইন যাই হোক না কেন দুই ক্ষেত্রেই দুটো মানুষকে একে অপরকে মানিয়ে চলার একটা ব্যাপার এসে যাচ্ছে। ফলে অন্যান্য যেকোনো সম্পর্কের মতোই লিভ-ইন করার জন্য কতগুলো নিয়মকানুন পালন করা অত্যন্ত জরুরি। চলুন পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম যা লিভ ইন করতে গেলে মাথায় রাখতে হবে তা এক এক করে জেনে নিন। (365 Reporter Bangla Relationship Tips : If you don’t follow these 5 tips in live-in, your relationship may breaks up)

. বিয়ে করার পর আমাদের জীবনের গতিপথ পাল্টে যায়। অবিবাহিত পুরুষ বা অবিবাহিত নারী যখন বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন তাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করতে হয়। আর এরকমটা লিভ ইন এর ক্ষেত্রেও প্রযোজ্য। অনেকের মনে একটা ভুল ধারণা রয়েছে যে, লিভ ইন করা মানে যা খুশি তাই করা যাবে। তবে তাদের ধারণা সম্পূর্ণ ভুল। কিছু নিয়ম কারণ অবশ্যই মানতে হবে। আর এই নিয়ম কারণ গুলো না মানলে সম্পর্কে চিড় ধরতে বাধ্য।

২. বিবাহ বন্ধন এর মতই লিভ-ইন করতে গেলে দুজন দুজনের মনে কি চাইছে তা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। একে অন্যকে ভালোমতো বুঝতে হবে। দুজন দুজনের আশা-প্রত্যাশা, পছন্দ-অপছন্দের দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। (Get a clear idea about the likes and dislikes of your partner)

৩. অন্যান্য যেকোনো সম্পর্কের মতো খরচ লিভ-ইনের ক্ষেত্রে একটি অত্যন্ত জরুরি ব্যাপার। আর অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ব্যয় নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফলে সম্পর্কে ভাঙ্গন ধরেছে। সুতরাং কে কিভাবে কোন সেকশনে ব্যয় করবে তা ভালভাবে নজর রাখতে হবে। (Get a Clear understanding about cost in live-in)

৪. প্রেম ভালোবাসা, বিবাহ এর মতো লিভ ইন করতে গেলেও ইগো ত্যাগ করতে হবে। কারণ ইগো অত্যান্ত সাংঘাতিক ব্যাপার। এই তুচ্ছ কারণে দুজন মানুষের মূল্যবান সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। (Destroy your ego to sustain in live-in relationship)

৫. অনেকে আছেন যে ক্রমাগত বলেন, “এক্ষুনি তোমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দেব, আমি সম্পর্ক ত্যাগ করে যাব।” আর মনোবিজ্ঞানীদের মতে, এই ধরনের পুরুষ বা মহিলার সঙ্গে লিভ-ইন এর সম্পর্কে না এগনোই বুদ্ধিমানের বা বুদ্ধিমতীর কাজ হবে।

live in relationship
লিভ ইন রিলেশনশিপ

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।