আবহাওয়াকলকাতারাজ্যসর্বশেষ

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

ইতিমধ্যেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের শুরু হয়ে গিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সকাল থেকেই মেঘলা আকাশ এবং মাঝে মাঝে দমকা হাওয়ায় নিম্নচাপের জানান দিচ্ছে। কলকাতার বিভিন্ন অংশ ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতে রবিবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে (Rain Forecast by Alipore Weather Report: It is raining in Kolkata, South Bengal as Depression occurs over the Bay Of Bengal )।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার জেরে আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা জানান রবিবার সন্ধ‍্যে থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।

rain occurs in wb
পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত (ফটো ক্রেডিটঃ গুগল)

সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকাল অস্বস্তিকর আবহাওয়ার পরে দক্ষিণবঙ্গে টানা তিনদিন ভারী বৃষ্টি অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে পারে। প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সর্তকতা। কলকাতা, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে‌ও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরেরতরফে।

সোমবার ২১ সেপ্টেম্বরে থেকে উল্লেখিত জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার আট জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।