বীরাঙ্গনা নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবন কাহিনী
বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম নেন। তিনি মূলত ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর ইংরেজদের সাথে পুরুষ বেশে সংগ্রামের কথা শুনে উদ্বুদ্ধ হন। আর এরপরই তিনি এবং তার বান্ধবী কল্পনা দত্ত ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের মনোভাব গড়ে তোলেন (Life story of freedom fighter Pritilata Waddedar)।
প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের মে মাসের ৫ তারিখে মঙ্গলবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জগদ্বন্ধু ওয়াদ্দেদার এবং মাতার নাম প্রতিভা দেবী। অপরদিকে প্রীতিলতার ডাকনাম ছিল ‘রাণী’। মূলত প্রতিভা দেবী তার মেয়েকে স্নেহবশত এই নামে ডাকতেন। বাল্যকালে প্রীতিলতা অত্যন্ত লাজুক স্বভাবের ছিলেন।

ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় থেকে প্রীতিলতা তার স্কুল জীবন শুরু করেন। আর তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন হলেন কল্পনা দত্ত। কল্পনা দত্ত তাঁর স্বপ্নের কথা বর্ণনা করেন। তিনি বলেন,”একটা মুহূর্তে আমাদের ইচ্ছা ছিল বড় হয়ে বিজ্ঞানী হব। তবে সেই মুহূর্তে ঝাঁসির রাণীর সংগ্রামের কথা আমাদের মন-মানসিকতাকে সম্পূর্ণ পাল্টে দেয়। আমরা যেন নিজেদেরকে মনে মনে বিপ্লবী হিসেবে কল্পনা করতে শুরু করে দেই।”
তার সব থেকে বড় বিদ্রোহ
বাঙালি বিপ্লবীদের মধ্যে অন্যতম সূর্যসেন ব্রিটিশ বিরোধী আন্দোলন তুমুলভাবে চালিয়ে যাচ্ছিলেন। ১৯৩২ সালে সূর্যসেনের নেতৃত্বে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখল করার জন্য আক্রমণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই ক্লাবের বাইরে একটি পোস্টার দেওয়া ছিল এবং তাতে উল্লেখ ছিল যে, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। প্রীতিলতার বাহিনী ক্লাবটি আক্রমণ করে।
তবে দুর্ভাগ্যবশত তারা সফল হতে পারেননি। আর পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার মুহূর্ত তৈরি হয়ে যায়। কিন্তু প্রীতিলতা কোনভাবেই পুলিশের কাছে নিজেকে জীবিত ধরা দিতে মন থেকে মেনে নিতে পারছিলেন না। তাই তিনি মুহূর্তেই সায়ানাইড গিলে ফেলেন। আর আত্মহত্যা করেন।
এই বীরাঙ্গণা নারীর মৃত্যু হয় ১৯৩২ সালের সেপ্টেম্বর মাসের ২৩ তারিখে। মূলত তিনি হলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নারী মুক্তিযোদ্ধা এবং প্রথম বিপ্লবী মহিলা শহীদ হয়েছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকীতে অজস্র শ্রদ্ধাঞ্জলি জানাই। এখনকার নারীরা তার সংগ্রামের জীবন থেকে অনেক কিছু শিখতে পারে। আর নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারে তার সামনের সমস্ত রকম বাধা বিপত্তি দূর করার জন্য।