খবররাজনীতিরাজ্যসর্বশেষ

ভোট আবহে গ্রেফতার তৃণমূল নেতা ছত্রধর মাহাতো ! – Chhatradhar Mahato Arrested

জঙ্গলমহলে প্রথম দফার ভোট ছিল এবং যেটা মিটে যাওয়ার পরপরই গ্রেপ্তার করা হলেও ছত্রধর মাহাতোকে। রবিবার দিন এই নেতাকে ঝাড়গ্রামের লালগড়ের তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রবীর মাহাতো নামক এক সিপিএম নেতা কে ২০০৯ সালে খুন করা হয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। ছত্রধর মাহাতো কে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থার ৪০ সদস্যর এক দল। (West Bengal Election 2021 : NIA arrests Chhatradhar Mahato, TMC leader after Jangalmahal vote)

প্রবীর মাহাতো মহত নামের এক সিপিএম নেতাকে খুন করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিন তৃণমূলের এই নেতাকে কলকাতায় তদন্তকারী সংস্থার একটি বিশেষ আদালতে পেশ করা হবে। তদন্তকারী সংস্থার অভিযোগ সিপিএমের এই নেতাকে খুন করা তদন্তে কোনরকম সাহায্য প্রাক্তন মাওবাদী নেতা তাদের করছিলেন না, সেইজন্যই বিশেষ আদালত নির্দেশ দিয়েছিল যে তাকে গ্রেফতার করতে হবে, জঙ্গলমহলের ভোট মিটে যাওয়ার পরে ছত্রধর মাহাতোকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার করে তাকে কলকাতায় আনা হয়েছে। এরকম একটি কথা উঠেছিল যে পুরনো মামলাতে যদি তদন্তকারী সংস্থাকে কোনরকম সাহায্য তিনি না করেন তাহলে পরে গ্রেফতার করা হতে পারে ছত্রধর মাহাতো এবং প্রথম দফার ভোট যেই মিটে গেল অমনি এই কথাই সত্যি হয়ে গেল। খবর সূত্রে জানা গেছে যে মার্চ মাসের ১৮,১৬ এবং ২২ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য ছত্রধর মাহাতো কে ডাকা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। পরে ২৬ তারিখে তাকে আবার আসার জন্য বলা হয় এবং সেই দিনকে প্রায় চার ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা।

লালগড়ে রবিবার দিন হঠাৎই উপস্থিত হয় জাতীয় তদন্তকারী সংস্থার ৪০ জনের দল। এরপরে সেই নেতাকে গ্রেপ্তার করে তারা। আপাতত ছত্রধর মাহাতো দুটি মামলা জন্য অভিযুক্ত হয়েছেন এক হল, ২০০৯ সালে একদিন নাশকতার করা হয় রাজধানী এক্সপ্রেসে এবং আর একটি হলো এক সিপিএম নেতাকে খুন করা হয় সেইজন্য। (Chhatradhar Mahato greftar)

এই মামলা দুটি নিয়ে বেশ সময় ধরেই তদন্ত চালাচ্ছিল জাতীয় তদন্তকারী সংস্থা, যার জন্যই প্রায় অনেকবারই জিজ্ঞাসাবাদ করা হয় ছত্রধরকে। ছত্রধর মাহাতো কে যাতে নিজেদের হেফাজতে তারা নিতে পারে তার জন্যই দ্বারস্থ হয়েছিলেন তারা বিশেষ আদালতে এবং তারপরেই বিশেষ আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা।

nia arrests chhatradhar mahato tmc leader after jangalmahal vote
ভোট আবহে গ্রেফতার তৃণমূল নেতা ছত্রধর মাহাতো ! – Chhatradhar Mahato Arrested