খবরদেশবিনোদনসর্বশেষ

দরিদ্রদের সাহায্য করার জন্য আবার পাশে দাঁড়ালেন সোনু সুদ, বন্ধক রাখলেন নিজের সম্পত্তি

করোনা পরিস্থিতির সময় যখন একদিকে লকডাউনের বাতাস বইছিল, ঠিক সেই সময় পরিযায়ী শ্রমিক দের ঘরে ফেরার ব্যবস্থা করেছিল এই অভিনেতা। শুধু ঘরে ফেরানো পর্যন্তই তার কাজ শেষ হয়নি, তার পরেও তাদের খোজখবর অনবরত তিনি রেখে গেছেন। এমনকি কেউ যদি তার কষ্টের কথা তাকে বলতো সে তাদের পাশে এসে দাঁড়িয়ে যেত। অভিনেতা হিসাবে তিনি তার পরিচিত পড়ে থাকলেও মানুষকে সাহায্য করার জন্য তিনি যে পরিচিতিটা বলেছেন তা হয়তো কখনোই মানুষের মনের থেকে যাবে না। (Actor Sonu Sood mortgages his home to help the poor)

পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি সমস্ত ছাত্র দের পাশে থাকলেন, যারা অভাবের জন্য পূরণ করতে পারছিল না তাদের স্বপ্ন। সেই সমস্ত পরিবার থেকে তুলে নিয়ে আসা ছাত্রদের ডাক্তারি পড়ার জন্য নিজের টাকায় স্কলারশিপ দেয়ার ব্যবস্থা তিনি করলেন।

তার অবদান শুধু এইটুকু নিতেই থামিয়ে রাখতে পারছেন না তিনি। তিনি আবার এক পদক্ষেপ নিলেন যেখানে হয়তো হাজার হাজার দরিদ্র মানুষরা দেখতে পাবে একটি আলোর দিশা।

তিনি এবার নিতে চলেছে আলাদা রকমের কিছু পদক্ষেপ। সেটি হল ১০ কোটি টাকা দিয়ে দরিদ্রদের সাহায্য করার।

তিনি একের পর এক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অজস্র মানুষের দিকে, এতে তার কোষাগারে অর্থের অভাব হলেও, তার মানুষের প্রতি সাহায্যের যে মনোভাব সেটা কমেনি।

তাই নতুন করে দরিদ্রদের সাহায্য করার জন্য নিলেন এক আলাদা পদক্ষেপ। দুঃস্থদের সাহায্য করার জন্য তার এখন ১০ কোটি টাকা লাগবে, টাকাটা জোগাড় করা তার পক্ষে অসম্ভব হলে তিনি রাস্তা খুঁজে নিলেন সেই কাজটি কে সম্ভব করার।

তিনি ১০ কোটি টাকার সাহায্যের জন্য বন্ধক দিলেন তার আটটি সম্পত্তি। তার সম্পত্তিগুলি তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বন্ধ করে রেখেছেন।

খবর সূত্রে জানা যায় চলতি বছরের ১৫ই সেপ্টেম্বর তিনি ব্যাঙ্কের কাছে তার সম্পত্তি বন্ধক রাখার জন্য চুক্তি করে ফেলেছেন।

সম্পত্তিগুলো সোনু সুদ এবং তার স্ত্রীর নামে করা। জানা গেছে বেশ ভালো চড়া সুদে ঋণ নিচ্ছে সোনু সুদ।

তার এই অবদান হয়তো হাজার হাজার মানুষের জীবনকে একটি আলোর দিশা দেখাবে, এবং যেখানে তিনি হবেন সেই আলোর দিশার কারণ।

Actor Sonu Sood mortgages his home to help the poor
দরিদ্রদের সাহায্য করার জন্য আবার পাশে দাঁড়ালেন সোনু সুদ, বন্ধক রাখলেন নিজের সম্পত্তি (Credit : Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।