খবররাজনীতিরাজ্যসর্বশেষ

“অমিত শাহ আমাদের নামে মিথ্যা কথা বলছে”- তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

২০২১ সালের ভোট আসার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলি একে অপরের প্রতি অভিযোগ আনতে ব্যস্ত। তৃণমূল দলের শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদের ইস্তফা দিয়ে বিজেপি দলে যোগদান করলেন। সম্প্রতি অমিত শাহ বাংলা সফরে এসে বিজেপির আয়োজন করা মেদিনীপুরে একটি সভাতে যোগদান করেন, যেখানেই শুভেন্দু অধিকারী বিজেপি দলে নাম লেখান। (West Bengal Election 2021 : Amit Shah and Derek o Brien slams each other)

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল সম্পর্কে নানান অভিযোগ তুললেন। অমিত শাহ বলেন, কেন্দ্রের থেকে যে সমস্ত প্রকল্প তৈরি করা হয়েছে,সেই সমস্ত প্রকল্পগুলো সুবিধা বাংলার সরকার বাংলার মানুষকে পেতে দেয়নি।

এছাড়া বাংলা সরকারকে নিয়ে অনেক অভিযোগ তোলেন তিনি। এই অভিযোগগুলোর মধ্যে অনেক মিথ্যা অভিযোগ আছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ডেরেক বলেন, অমিত শাহ যে রকম, তেমনি তার মানসিকতা। ডেরেক বলেন, অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তার মধ্যে সাতটা একেবারেই মিথ্যে। এই সাতটি অভিযোগ হলো :

,১) মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেস দল ছেড়ে অন্য দলে গিয়েছিলেন কিন্তু আজকে যখন নিজের দলের থেকে লোক অন্য দলে যাচ্ছে তখন সেটা হয়ে গেছে দল ভাঙ্গানোর অভিযোগ।

এই অভিযোগের ভিত্তিতে ডেরেক বলেন যে, ব্যানার্জি কোন দল বদল করেননি ,তিনি কংগ্রেস ছিলেন এবং পরে কংগ্রেস ছেড়ে ১৯৯৮ সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল।

২) অমিত শাহ অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প কে বাংলায় প্রবেশ করতে দেয়নি।

এই অভিযোগের ভিত্তিতে ডেরেক জানায় যে, কেন্দ্রীয় সরকারের প্রচলন করা আয়ুষ্মান ভারত এর অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রচলন করেছিলেন স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী প্রায় ১.৪ চটি পরিবার পেয়েছিল স্বাস্থ্যের জন্য পাঁচ লক্ষ করে সুবিধা।

৩) অমিত শাহ বলেন যে কেন্দ্রের থেকে কৃষকদের জন্য ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছিল কিন্তু সেই টাকা কৃষকদের দেওয়া হয়নি।

ডেরেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষক দের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন যার জন্য বছরে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো। অন্যদিকে কেন্দ্রীয় সরকার তাদের প্রকল্পের জন্য ১২১৪ টাকা দিত।

৪) তৃণমূল শাসিত রাজ্যে প্রায় ৩০০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে ডেরেক জানায় যে, গোষ্ঠীদ্বন্দ্ব জন্যই বেশিরভাগ বিজেপি কর্মী মারা গেছেন। কোন বিজেপি কর্মী যদি আত্মহত্যা করে থাকেন তাহলে সেই তৃণমূলের ওপর চাপানো হয়েছে। ১৯৯৮ সাল থেকে প্রায় ১০২৭ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে।

৫) বাংলার মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে সেগুলি তৃণমূল হজম করে নিয়েছে

এই অভিযোগের ভিত্তিতে ডেরেক জানায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যসাথী প্রকল্পের জন্য ১০ কোটি মানুষ ফ্রিতে রেশন ব্যবস্থা পাচ্ছে।

৬) জেপি নাড্ডাকে বাংলায় সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হয়নি।

ডেরেক জানায় জেপি নড্ডার জন্য জেড প্লাস ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে অন্যান্য যে সমস্ত গাড়ি সামনে ছিল সেই গাড়িগুলোকে অনুসরণ করার প্রস্তাব দিয়েছিল।

৭) কেন্দ্রীয় সরকারও বাংলার অনেক গরিব মানুষকে ঘর করার সুবিধা করে দিয়েছে।

২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলায় রাজ্য সরকার তৈরি করেছে প্রায় ৩৩৮৭০০০ টি ঘর। মমতা ব্যানার্জি তৈরি করা গীতাঞ্জলি প্রকল্পের জন্য ৩ লক্ষ ৯০ হাজার ঘর তৈরি করা হয়েছে দরিদ্রদের জন্য।

Amit Shah and Derek o Brien slams each other
“অমিত শাহ আমাদের নামে মিথ্যা কথা বলছে”- তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Credit : Amit Shah and Derek O’Brien on Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।