ইছামতি সেতু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক বাংলাদেশী
বসিরহাটের অন্তর্গত ইচ্ছামতী সেতুর উপর থেকে গ্রেফতার হলো বাংলাদেশী একজন ব্যক্তি। তাকে দুষ্কৃতী সন্দেহ করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ধৃতের নাম রাসেদুল জামান। ওই ব্যক্তিকে তল্লাশি চালানোর পর তার থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই সেই সব কাগজপত্র গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখতে শুরু করেছেন (Bangladeshi terrorist Rashedul Jaman arrested from Ichamati Bridge, Basirhat)।
জানা গেছে গ্রেপ্তার হওয়া এই দুষ্কৃতীর নাম বাংলাদেশের একাধিক অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে আছে। বাংলাদেশের পুলিশ তার অনুসন্ধান চালাচ্ছে বলেও জানা গেছে। বাংলাদেশ অপরাধমূলক কাজকর্ম করার পর গ্রেফতার হওয়ার ভয়ে এই দেশে এসে গা ঢাকা দিয়েছেন বলে দাবি করেছেন পুলিশ।

তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু নথিপত্র এবং দুটি আধার কার্ড। দুটি আধার কার্ডে যথাক্রমে দিল্লি এবং স্বরূপনগরের বালতি গ্রামের ঠিকানা দেওয়া আছে। এবং যে সমস্ত নথিপত্র গুলি উদ্ধার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মৃত ব্যক্তি একাধিকবার দিল্লি রাজস্থান মহারাষ্ট্র এবং গুজরাটে গিয়েছিল।
পুলিশ সূত্রের খবর থেকে জানা গেছে এই ধৃত ব্যক্তি বাংলাদেশের অপরাধমূলক কাজ করার পর পুলিশের তাড়া খেয়ে এ দেশে এসে জালি পরিচয় পত্র অর্থাৎ জালি আধার কার্ড বানিয়ে বসবাস করতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় একাধিকবার ভ্রমণ করে।
ধৃত ঐ ব্যক্তির সঙ্গে কোনরূপ জঙ্গী সংগঠনের যোগসুত্র আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কেন এই ব্যক্তি এইখানে জাল পরিচয় পত্র নিয়ে আত্মগোপন করেছে এবং কেনই বা দেশের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন সে বিষয়ে জেরা চলছে। দুষ্কৃতী সন্দেহে গ্রেপ্তার করা এই বাংলাদেশি ব্যক্তিকে ১০ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের বিচারক।