খবরবিদেশভাইরালরাজনীতিসর্বশেষ

ছাত্র হিসেবে ভাল হলেও আগ্রহ যথেষ্ট কম, বারাক ওবামার মত প্রকাশ রাহুল গান্ধীর সম্পর্কে

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সম্বন্ধে নিজস্ব অভিমত প্রকাশ করেছেন বারাক ওবামা যেগুলি নিয়ে সম্প্রতি একটি বইও প্রকাশিত হয়েছে। শোনা যায় তিনি যখন প্রেসিডেন্সিতে ছিলেন তখন বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। সেই পরিচয় এর পরই তাদের নিয়ে বারাক ওবামার নিজস্ব কিছু মতামত তিনি প্রকাশ করেছেন। রাহুল গান্ধীর সাথে তার পরিচয় হয় ২০১৭ সালের ডিসেম্বর মাসে। সম্প্রতি তিনি তাঁর যে বইটি প্রকাশিত হয়েছে তাতে রাহুল গান্ধী সম্পর্কে কিছু মতামত প্রকাশ করেছেন। (Barack Obama comments on Rahul Gandhi- he is good but less interested student)

বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন সময় টা হল ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত, সেই সময় তার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ ঘটে। ফলে বারাক ওবামা তার যে বইটি লিখেছেন সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর অনেক প্রশংসা উঠে এসেছে।

তবে রাহুল গান্ধী সম্পর্কে তার মন্তব্য অনেকটাই বেশি সকলের থেকে ছাপিয়ে গেছে। তিনি তার প্রকাশিত ” দ্য নিউইয়র্ক টাইমসে” কংগ্রেস নেতা সম্পর্কে লিখেছেন যে, রাহুল গান্ধীর একজন ভালো ছাত্র কিন্তু তার ভাবনা চিন্তা গুলো সঠিকভাবে তৈরি করতে পারেননি তিনি। অনেকটা নার্ভাস প্রকৃতির। উনাকে দেখে মনে হয় যে উনি কোন বিষয়ে শিক্ষককে খুশি করতে চান, কিন্তু যে বিষয়ে তিনি খুশি করতে চান সে বিষয় সম্পর্কে তার কোনো রকম আগ্রহ নেই। (Comments of Barack Obama from The New York Times)

রাহুল গান্ধীর সঙ্গে বারাক ওবামার সাক্ষাৎ হয়েছিল ২০১৭ সালে এবং সেই সময় রাহুল গান্ধী ছিলেন কংগ্রেসের সহ-সভাপতি। বারাক ওবামার সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাতের ছবিও তিনি ট্যুইটে শেয়ার করেছিলেন।

বারাক ওবামার লেখা প্রকাশিত বইটিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ হিসেবে চিহ্নিত করেছেন।

Barack Obama comments on Rahul Gandhi as a good but less interested student
ছাত্র হিসেবে ভাল হলেও আগ্রহ যথেষ্ট কম, বারাক ওবামার মত প্রকাশ রাহুল গান্ধীর সম্পর্কে (Credit : Facebook and Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।