খবরবিনোদনরাজনীতিসর্বশেষ

বিজেপির ক্ষোভের মুখে পড়লেন বলিউডের অভিনেতা সাইফ আলি খান

বেশ ভাল রকমের এই ক্ষোভের মুখে পড়লেন বলিউডের অভিনেতা সাইফ আলি খান। সম্প্রতি একটি ছবি “আদিপুরুষ” সম্পর্কে তিনি কিছু বলতে গিয়ে রাবনকে দয়ালু বলে ফেলেছিলেন, এবং বলেছিলেন যে সীতা হরণের পিছনে একটি ভালো কারণ আছে যেটা দেখা উচিত এবং বোঝা উচিত সকলেরই। (Bollywood News : BJP leader demands apology from Saif Ali Khan)

এর পরেই তাঁর এ মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে, এই মন্তব্যের কারনেই বিজেপির ক্ষোভে পড়তে হয় অভিনেতাকে।

বিজেপির এক নেতা এই ধরনের মন্তব্যের জন্য প্রতিবাদ জানান এবং বলেন ,”এই ধরনের মন্তব্য কখনোই সহ্য করা যাবে না। আদি পুরুষ সিনেমাটিতে যদি রকম ভাবে হিন্দু ধর্মকে অপমান করা হয় তবে আমরা কখনই সেটা মেনে নেব না”।

এরপরে সমস্ত ব্যাপারটাকে সঠিক জায়গাতে আনতে সাইফ আলি খান জানান যে, আমার কোন ইচ্ছা ছিল না কাউকে আঘাত করার।

তিনি বলেন যে, “আমার মন্তব্যের জন্য যে এরকম একটা বিতর্ক শুরু হবে সেটা আমি ভাবি নি, এবং আমার মন্তব্যের জন্য যে অনেকে আঘাত পাবে সেটাও আমি বুঝতে পারিনি। আমার কোনো রকমে উদ্দেশ্য ছিল না কাউকে আঘাত করার। যে মন্তব্যটি আমি করেছি সেটা আমি ফিরিয়ে নিলাম। ঈশ্বর রাম আমাদের সকলের কাছেই আসলে একজন হিরো। আদি পুরুষ সিনেমাটিতে শুধুমাত্র দেখানো হয়েছে অমঙ্গলের সঙ্গে মঙ্গলের বিরোধ যেখানে জয় হয় মঙ্গলের ই”।

দর্শকদের মধ্যে আপাতত প্রভাসের এই নতুন ছবিটি দেখার জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছে । ২০২২ সালে এই সিনেমাটি আসতে চলেছে এবং যেখানে খলনায়কের অভিনয় দেখা যাবে সাইফ আলী খানকে। রামের চরিত্র করছেন প্রভাস, এবং সীতার চরিত্রটি করছেন কৃতি শ্যানন। (Adi Purush movie stars Prabhas and Kriti Sanon)

BJP leader demand apology from Saif Ali Khan
বিজেপির ক্ষোভের মুখে পড়লেন বলিউডের অভিনেতা সাইফ আলি খান (Instagram Photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।