খবরদেশসর্বশেষ

মাইল মাইল পথ হেঁটে অজানা বৃদ্ধের মৃতদেহ দাহ করলেন মহিলা পুলিশ – Sirsha Kotturu Women SI Kudos

Andhra Pradesh News : যখন কোন মানুষ গায়ে পুলিশের পোশাকটা পড়ে তখন তার উদ্দেশ্য থাকে সাধারণ মানুষের পাশে বিপদে-আপদে গিয়ে দাঁড়ানো। প্রত্যেকটা দেশবাসী আমরা বিপদে আপদে নির্ভর করে থাকি এই মানুষগুলোর ওপর। কঠিন পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করে। কখনো কখনো অনেক পুলিশের কারবার জনসাধারণের মনে এই মানুষগুলোর জন্যই ঘৃণা তৈরি করে। কিন্তু এমন কিছু কাজের মাধ্যমে আইনের পোশাক পরিহিত এই মানুষগুলোই হয়ে ওঠে সেরার সেরা। (Woman Sub Inspector Sirsha Kotturu from Andhra Pradesh carries a dead body of an unknown for miles and helps performing cremation as villagers deny to carry #Sirsha)

এমন একটি ঘটনা ঘটল যা আইনের পোশাক পরিহিত মানুষগুলোর উপর আরো শ্রদ্ধা বেড়ে গেল। মাইলের পর মাইল হেঁটে অজানা বৃদ্ধের মৃতদেহ সৎকারের জন্য নিয়ে গেল এক মহিলা পুলিশ। খবর সূত্রে জানা গেছে যে এই মহিলা পুলিশ অন্ধ্রপ্রদেশের এবং তিনি একজন অজানা ব্যক্তির মৃতদেহ সৎকারের জন্য নিয়ে গিয়েছিলেন অনেকটা পথ হেঁটে হেঁটে। (80 years beggar is dead alone in a nude state in Advani Kottutu field, Sampangipuram in Kasibugga-Palasa, cashew industries belt, Srikakulam, Andhra Pradesh)

খবর সূত্রে জানা গেছে যে, একজন বৃদ্ধ নগ্ন অবস্থায় পড়েছিল রাস্তার একটি পাশে কেউ তাকে দেখছিল না এমনই সময় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলো পুলিশ শীর্ষা। (Sub Inspector Kotturu Sirsha carry the body with the help of a member of Lalitha Trust)

রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধর মৃতদেহ নিয়ে সৎকার করলেন শীর্ষা। জানা গেছে যে শীর্ষ যখন ঐ বৃদ্ধার খবর পায় তখনই তিনি ওখানে পৌঁছান এবং গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধর মৃতদেহটি নিয়ে যায় কাঁধে করে সৎকারের জন্য। ( Kotturu Sirsha home and residence : Vizag City, Vishakhapatnam, Andhra Pradesh. Education : Pharmacy Degree)

এরপর তিনি একজন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতা নিয়ে ওই দেহটির সৎকার করে। এই গোটা ঘটনাটি অন্ধ্রপ্রদেশের পুলিশ ভিডিও করে এবং সেটাকে টুইটে প্রকাশ করে।