খবরবিনোদনভাইরালসর্বশেষ

পঞ্চাশের দশকে কিভাবে ফিরে গেলেন জানভি কাপুর, জানতে হলে দেখুন তার ইনস্টাগ্রাম একাউন্ট

জানভি কাপুর, যার মা ছিলেন এক কালের সেরা সুন্দরী। যার চোখের চাহনিতে কুপোকাত হয়ে যেতে পারত উনবিংশ শতকের প্রত্যেক পুরুষ। যার অভিনয় দক্ষতা এতটাই অপূর্ব ছিল যে, তিনি বলেন দেশের প্রথম এমন একজন মহিলা অভিনেত্রী, যিনি পুরুষদের মত সমান পারিশ্রমিক পেতেন।মাত্র কয়েক বছর আগে একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আমাদের সকলকে ছেড়ে চলে যান শ্রীদেবী। তার এভাবে চলে যাবে অনেকেই মেনে নিতে পারেনি। তার কন্যা জানভি কাপুরের প্রথম সিনেমা প্রিমিয়ার তার দেখা হলো না। আজ আমরা কথা বলবো শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জানভি কাপুরের। (Bollywood Showbiz : Jhanvi Kapoor, the daughter of Sridevi and Boney Kapoor goes back to 1950)

মায়ের মত মারকাটারি সুন্দরী না হলেও সৌন্দর্যের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই শ্রীদেবী-কন্যা জানভি কাপুর। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৯৭ সালে ৬ মার্চ। তার বাবা বনি কাপুর এবং মা শ্রীদেবী। তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম পদার্পণ করেছিলেন ধারাক সিনেমার হাত ধরে।

https://www.instagram.com/p/CHXTDCXF-Tk/

খুব অল্প সময়ের মধ্যে সকলের মনেই আলাদা জায়গা করে নিয়েছেন শ্রীদেবী-কন্যা জানভি কাপুর। তার শেষ সিনেমা ছিল গুঞ্জন সাক্সেনা, যা বলিউড বক্স অফিসে রীতিমতো ভালো ব্যবসা করেছিল। একজন মহিলা পাইলট এর বায়োপিক সিনেমা। আপাতত আর কোন সিনেমাতে অভিনয় করছেন জানভি কাপুর, তা এখনো জানা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ একটিভ এই অভিনেত্রী ।

সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম একাউন্ট একেবারে অভিনবভাবে সকলের কাছে ধরা দিলেন। পঞ্চাশের দশকের অভিনেত্রীরা যেভাবে সাজগোজ করতেন,ঠিক সেইভাবে সকলের কাছে নিজেকে মেলে ধরলেন জানভি কাপুর।এই ছবিগুলোতে কোথাও নীল রঙের শাড়িতে আবার কোথাও কাজল টানা চোখে সকলকে মাতিয়ে দিয়েছেন অভিনেত্রী।

শ্রীদেবী কন্যা যে তার ইনস্টাগ্রামে কতটা পপুলার, কাতার ফলোয়ার সংখ্যা দেখলেই বোঝা যায়।ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সাথে সাথে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।প্রত্যেকে জানভি কাপুরের এই অভিনব ছবি দেখে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। অভিনেত্রীর প্রশংসা করতে কোন দ্বিধাবোধ করেননি অ্যাথিয়া শেঠি থেকে শুরু করে পাকিস্তানি অভিনেত্রী সজয় আলী।

jhanvi kapoor daughter of Sridevi and Boney goes back to 1950
পঞ্চাশের দশকে কিভাবে ফিরে গেলেন জানভি কাপুর, জানতে হলে দেখুন তার ইনস্টাগ্রাম একাউন্ট (Creedit : Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।