খবরজীবনযাত্রা

Love Tips Bangla : পছন্দের মানুষকে মনের কথা বলার গোপন পদ্ধতি – How to Propose

প্রথম দর্শনে প্রেম, অথবা ভালোলাগা অনেকেরই হয়। কিন্তু ভাল লাগলে যে বলে ফেলবো, তেমন সাহস অনেকেরই হয়ে ওঠে না। কলেজে অথবা স্কুল লাইফে ভালোবাসার কথা বলতে গেলে লজ্জা পায় বহু মানুষ। অনেক সময় আবার ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবার ভয়ে ভালোবাসার কথা বলতে পারে না কেউ। চলুন আজকে জেনে নেওয়া যাক ভালোবাসার মানুষকে কিভাবে আপনি বলবেন আপনার ভালো লাগার কথা। (365 Reporter Love Tips Bangla : how to tell the magic words to your favourite person ? How to propose)

চোখের ভাষা : বিদ্বজন বলে গেছেন,চোখ হলো মনের আয়না। যাকে ভালো লাগে তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন। তারও যদি আপনাদের ভালো লাগে তাহলে তা প্রকাশ পাবে আপনার চোখে। চোখের ভাষাতে যদি আপনার ভালোবাসা চোখে পড়ে, তাহলে নির্দ্বিধায় এগিয়ে যান। তবে এই বিষয়ে বন্ধুদের সাহায্য নিতে যাবেন না, তাহলেই ঘটে বিপত্তি। (Somporko tips in Bengali)

ভালো-মন্দ : পছন্দের মানুষের ভালোলাগা-মন্দলাগা সম্পর্কে ওয়াকিবহাল থাকার চেষ্টা করুন। প্রিয় রং থেকে শুরু করে প্রিয় খেলা, সবকিছু জানার চেষ্টা করুন। নিজের ভালোলাগা সঙ্গে তার ভাল লাগাগুলো মিলিয়ে দেখুন। হতেই পারে আপনি তার সঙ্গে মিলিয়ে নিতে পারছেন না আপনার ভাললাগা মন্দ লাগা।তাই কিছু বলার আগে ভালো করে পরীক্ষা করে নিন। (Kivabe prem nibedon korben)

তাড়াহুড়ো করবেন না : প্রেম নিবেদনের ব্যাপারে কখনো তাড়াহুড়ো করবেন না। কবে কখন কিভাবে বলা যায়, সেই সম্পর্কে হিসেব কষে নিন আগে। প্রেম নিবেদন করার পর তার রিঅ্যাকশন কি হবে সেটা ভালো করে জেনে নিন। অনেক ভেবে চিন্তে তারপর এই পথে এগোবে। কোনভাবেই যেন অপমানিত না হতে হয় সেই দিকটা মাথায় রাখতে হবে।

প্রস্তাবের দিন : যেদিন প্রস্তাব দেবেন ভালোবাসার, সেদিন খুব তাড়াহুড়ো করবেন না। নিজেকে নিজের মতো সাজিয়ে নিয়ে যাবেন। অতিরিক্ত মেকআপ অথবা অতিরিক্ত পোশাক-আশাক করতে যাবেন না। সহজ থাকার চেষ্টা করুন। অতিরঞ্জিত ব্যবহার করলে ফল উল্টো হতে পারে। স্বাভাবিক কথাবার্তা বলে তারপর নিজের মনের কথা বলে ফেলুন। (How to propose a girl or boy)

সত্য কথা শুনতে শিখুন : উত্তর যাই হোক না কেন, তা গ্রহণ করতে শিখবেন। কোন নেগেটিভ উত্তর এলে সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না। দেবদাসের মতো হয়ে যাবেন না। আগের মত বন্ধুত্ব রেখে চলার চেষ্টা করুন। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফোন অথবা মেসেজ করবেন না। আগের মতোই কথাবার্তা বলবেন। সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করবেন।

Love Tips Bangla how to tell the magic words to your favourite person
Love Tips Bangla : পছন্দের মানুষকে মনের কথা বলার গোপন পদ্ধতি

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।