খবরদেশবিদেশভাইরালসর্বশেষ

দীপাবলিতে মার্কিন গায়িকা “ওম জয় জগদীশ হরে” গান উপহার দিলেন ভারতীয়দের

মূলত “ওম জয় জগদীশ হরে” এই স্তবটি ভারতে ভীষণ জনপ্রিয়। অপরদিকে দীপাবলিতে এই গান ভারতের প্রায় প্রত্যেকটি ঘরে বেশি করে শোনা যায়। আর এই গানটি ভারতীয়দের জন্য দীপাবলি গিফট করলেন মার্কিন গায়িকা মেরি মিলবেন। (Markin singer Mary Millben sings ‘Om Jai Jagdish Hare’ during Diwali in an emotional way)

স্বাভাবিকভাবেই একজন বিদেশীর পক্ষে বাংলা গান গাওয়া অত্যন্ত কঠিন। তাই তিনি অনভ্যস্ত গলাতে গানটি গেয়েছেন। তবে তার গলাতে আবেগের কোনো ঘাটতি পড়েনি। তিনি ভীষণ আবেগপূর্ণ সুরে গিয়েছেন এই গানটি।

তিনি আজ সকালের দিকে সামাজিক গণমাধ্যমে এই গানটি গেয়ে পোস্ট করেন। আর তিনি ক্যাপশনে লিখেছেন,”এইসব শোনার পর আমার মনে হয় ভারতীয় কালচারের সঙ্গে আমার একটা নাড়ির টান রয়েছে। প্রার্থনা, বিভিন্ন উৎসব অনুষ্ঠান এরকম বিভিন্ন জায়গাতে ভারতীয়রা পৃথিবীর সব জায়গাতে এই স্তব করে থাকেন। তাই আমি হিন্দি ভাষার এই স্তরটি গাওয়ার একটা প্রচেষ্টা করলাম।”


প্রসঙ্গত, মেরীর গাওয়া এই গানে সুর দিয়েছেন কানাডার স্ক্রীন আওয়ার্ড এবং গ্রামীতে মনোনয়ন পাওয়া সঙ্গীতজ্ঞ ডেরিল বেনেট। অপরদিকে এই গানের ভিডিও শুটিং করা হয়েছে সেডোনার দ্য চাপেল অফ দ্য হলি ক্রস নামক জায়গাতে। অপরদিকে, আফ্রিকান আমেরিকান এই সঙ্গীতজ্ঞ এই বছরের স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাওয়ার ফলে ভারতীয়রা তাকে চিনতে পারে। (Om Jai Jagdish Hare composer Deril Bennet and artist African American Mary Millben)

আর জাতীয় সংগীত গাওয়ার পর তিনি ভারতীয় দর্শনের থেকে প্রচুর ভালোবাসা লাভ করেন। আর তার পরপরই তিনি চিন্তা করেন যে দীপাবলিতে ভারতীয় দর্শকদের জন্য কিছু একটা উপহার দিতে হবে। আর সেই চিন্তা ভাবনা থেকেই তিনি “ওম জয় জগদীশ হরে” গান টি করেন। ইতিমধ্যে সামাজিক গণমাধ্যমে এই গানটি প্রচুর জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। (Earlier she sings the National Anthem Of India- Jana Gana Mana Adhinayaka Jaya Ha….)

Markin singer Mary Millben sings Om Jai Jagdish Hare in Diwali
দীপাবলিতে মার্কিন গায়িকা “ওম জয় জগদীশ হরে” গান উপহার দিলেন ভারতীয়দের (Credit : Youtube)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।