খবররাজ্যসর্বশেষ

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লালা ঘনিষ্ঠ 6 কয়লা বিজনেসম্যান কে নোটিস পাঠালো

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ আয়কর দপ্তর থেকে কয়লা কাণ্ডে 6 জন কয়লা ব্যবসায়ীকে নোটিশ পাঠিয়েছে। জানা গেল এই ছয়জন বিজনেসম্যান লালার ঘনিষ্ঠ লোক। আর তাদেরকে এক সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। (The Income Tax Department sends notices to Lala aka Anup Majhi close 6 coal businessmen)

মূলত আয়কর দপ্তরের অফিসাররা জানালেন এই ব্যবসায়ীরা লালার ঘনিষ্ঠ। অধিকন্তু গত সপ্তাহে আয়কর দপ্তর এর আধিকারিকরা বিভিন্ন গোডাউনে হানা দেয়। আর সেখান থেকে উদ্ধার হয় প্রায় সাত কোটি টাকার নগদ ক্যাশ এবং অনেক গহনা।

ইনকাম ট্যাক্স এর অফিসাররা আরও জানালেন, এই মুহূর্তে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, রানীগঞ্জ এই সমস্ত এলাকাতে অবৈধভাবে কয়লা ব্যবসা চলছে। আর এই ব্যবসার মূল পান্ডা হলেন লালা অনুপ মাঝি। অপরদিকে এই ৬ জন ব্যবসায়ী প্রকৃতপক্ষে লালার নির্দেশে কাজ করে থাকে। (Lala runs illegal coal business in Asansol, Purulia, Bankura, Raniganj area – according to the officers of Income Tax Dept.)

অপরদিকে, এই ব্যবসায়ীরা প্রটেকশন মানি হিসেবে মোটা অংকের টাকা দিয়ে থাকেন লালা ওরফে অনুপ মাঝি কে। আর এই সমস্ত তথ্য হাতে আসার পরেই নড়েচড়ে বসে আয়কর দপ্তর। তারা এই ছয় ব্যবসায়ীকে তাদের কয়লা ব্যবসার সমস্ত প্রকার নথিপত্রসহ হাজিরা দিতে বলেছে তাদের দপ্তরে। আর সেখানে তাদেরকে ইন্টারোগেট করা হবে। অপরদিকে তাদের সাথে লালা ওরফে মাঝির প্রকৃতপক্ষে কি সম্পর্ক রয়েছে বা লালা এখানে কিভাবে এই ব্যবসার সাথে জড়িত সেগুলোর প্রকৃত তথ্য উদঘাটন করার চেষ্টা করা হবে।

The Income Tax Department sends notices to Lala close 6 coal businessmen
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লালা ঘনিষ্ঠ 6 কয়লা বিজনেসম্যান কে নোটিস পাঠালো

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।