বীরভূমের দুবরাজপুর এবং মল্লারপুর এর বোমাবাজির ঘটনা, আহত ১
Birbhum : পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুটো এলাকাতে বিস্ফোরণ ঘটে গেল। জানা গেলো দুপুর ক্লাবে বিস্ফোরণ ঘটেছে এবং মল্লারপুর এর বোমাবাজির ঘটনা ঘটেছে। এর ফলে এক ব্যক্তি মল্লারপুরে আহত হয়েছেন। চলুন জেনে নিই বিস্তারিত। (Bombings at Dubrajpur and Mallarpur in Birbhum, 1 man is injured)
জানা গেল দুবরাজপুরে তৃণমূল বিধায়ক নরেশ বাউরির বাড়ির নিকটে একটি ক্লাবে বিস্ফোরণ ঘটেছে। আর এর পরপরই আরম্ভ হয়ে যায় রাজনৈতিক চর্চা। বিজেপি এবং তৃণমূল এর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলতে থাকে। বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল দল ওই ক্লাবে বোমা জমিয়ে রেখেছিল। (Bomb blast near the house of TMC MP Naresh Bauri in Dubrajpur, Suri Sadar, Birbhum, West Bengal)
অপরদিকে তৃণমূল দল বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানায়। তারা জানালো যে, আইপিএল ম্যাচ চলাকালীন সময়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন বিজেপির লোকজন। আর উত্তেজনাতে তারা আতশবাজি ছুড়েছেন। (BJP and TMC supporters slam each other due to this explosion)
এবার ফিরে আসি মল্লারপুরের ঘটনায়। এটি মূলত মল্লারপুর এর কামাল ঘাট এলাকার এক হাতুড়ে ডাক্তারের বাড়ির ঘটনা। জানা গিয়েছে ওই চিকিৎসকের বাড়িতে বোম ছোড়া হয়েছে। এক ব্যক্তি নাকি রোগী সেজে এসে হামলা চালিয়ে দেন। এমনকি তাকে খুন করার চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ দায়ের করা হয়েছে।
আর এই ঘটনার ফলে গুরুতর আহত হয়েছেন ওই চিকিৎসক। (A person throws bomb at a house of a Charatan doctor at Kamal Ghat, Mollarpur, Birbhum)