কলকাতারাজ্যসর্বশেষ

মাত্র ১ টাকায় কলেজে ভর্তি, করোনা আবহে সিদ্ধান্ত নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের

সম্প্রতি স্কুলের ফি দেওয়া নিয়ে আদালতে ধাক্কা খেয়েছেন মামলা দায়েরকারী অভিভাবকমহল। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ আগস্টের মধ্যে স্কুলের ১০০ শতাংশ ফি পূরণ করে দিতে হবে। এই অবস্থার মধ্যেই নজির গড়ল উত্তর ২৪ পরগনার নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ (Rishi Bankim Chandra College, Naihati, North 24 Parganas)।

করোনা আবহে যাতে উচ্চশিক্ষা কোনোভাবেই বন্ধ না হয়ে যায়। তার জন্য বেনজির সিদ্ধান্ত নিল নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ (RBC College, Naihati)। করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের যাতে কোনভাবে আর্থিক অনটন না হয়। সেই জন্য মাত্র এক টাকা ভর্তির ফি হিসেবে নেওয়ার সিদ্ধান্ত ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ কর্তৃপক্ষের। ফর্ম ফিলাপের জন্য শুধু দিতে হবে ৬০ টাকা। ভর্তির ক্ষেত্রে এক টাকা (Rs. 1 only) প্রযোজ্য করা হয়েছে (Naihati RBC College Sets Admission Fee As Rs. 1 only)। গতবছর ভর্তির জন্য পড়ুয়াদের দিতে হয়েছিল প্রায় ৩ হাজার ৩০০ টাকা। কলেজের ভর্তি ফি দেখুন এই লিঙ্ক থেকে।

নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (West Bengal State University, Barasat) অধীনস্থ। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মতামত, ভর্তির ফি নিয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ কলেজের হাতে। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি নেয় বিশ্ববিদ্যালয়। তাই এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পক্ষের তরফে কোন বাধা নেই।

নৈহাটি আরবিসি কলেজ এর ভর্তি (Admission In RBC College, Naihati) সংক্রান্ত সমস্ত খবর দেখুন এই লিংক থেকে।

কলেজের অধ্যক্ষ সঞ্জীব সাহা জানান, করোনা পরিস্থিতির জন্য বহু ছাত্র-ছাত্রী আর্থিক অনটনে ভুগছেন। এই পরিস্থিতিতে যাতে কোনোভাবেই তাদের উচ্চশিক্ষা বন্ধ না হয় সেজন্যই কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্টের পর বহু ছাত্র-ছাত্রী পক্ষে উচ্চশিক্ষা চালানোর কঠিন হয়ে পড়ায়, মেধাবী ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। এ বছর এই সিদ্ধান্তে উপকৃত হবে বিভিন্ন বিভাগের প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রী।