খবরভাইরালরাজনীতিরাজ্যসর্বশেষ

Modi at Kharagpur Live : “দিদির স্কুলে কাটমানি খাওয়া শেখানো হয়,” – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বলিউডের অভিনেতা হিরণ আগে তৃণমূলের প্রার্থী ছিলেন কিন্তু এই বছরই বিধানসভা ভোট কেন্দ্র করে তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে প্রবেশ করেছেন এবং হিরনকে প্রার্থী করা হয়েছে খড়্গপুরের। খড়্গপুরের বিজেপির দ্বারা গঠিত সভাতে হিরনকে প্রার্থী করা হলো। বিজেপির ওই সভাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্য রাখলেন। (West Bengal Assembly Election 2021 : PM Narendra Modi slams Mamata Banerjee at Kharagpur live)

তিনি ব্যানার্জি সম্পর্কে মন্তব্য করে বলেন যে, “মমতা ব্যানার্জি বলেছেন খেলা হবে, কিন্তু বাংলার মানুষ বলছে যে খেলা শেষ হয়ে গেছে। কিন্তু এখন বাংলার উন্নয়ন হবে। দিদির কাছে যখন হিসেব চাওয়া হয় সেই সময় সেই হিসেব দেবার কথা তিনি নাকি শুনতে পান না। আমফনের ত্রাণের জন্য কেন্দ্রীয় সরকারে থেকে যে ত্রাণ পাঠানো হয়েছিল সেই সমস্ত বিষয় যখন হিসেব দিতে বলা হয়,তখন তার রাগ হয়। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে বলে জেলে পুরে দেবেন। যে সমস্ত প্রকল্পগুলি রাজ্যের জন্য করা হচ্ছে সেগুলো বাস্তবায়িত করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি।”

“প্রত্যেকবারই গণতন্ত্রকে হত্যা করছে দিদি, কিন্তু এইবার সেই কাজ করতে দেব না আমরা। পুলিশ প্রশাসন এবং জনগণকে এইটা বুঝতে হবে যে গণতন্ত্র হলো বড়।”জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,”ভয়ের কোন কারণ নেই এইবার সকলেই ভাল মতই ভোট দিতে পারবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে নিশানা করে বলেন যে,”এখন মাফিয়াদের রাজ। কংসাবতী তে যেভাবে বালি খনন করা হয়েছে তার সঙ্গে যে কারা যুক্ত রয়েছে সকলেই জানেন। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেবে।”

খড়্গপুরে প্রার্থী হিসেবে হিরনকে ঘোষণা করার সময়েই বিজেপির তরফ থেকে একটি সভার আয়োজন করেন, এবং সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য রাখেন। তিনি আরো বলেন যে, প্রায় ৫০ থেকে ৫৫ বছর ধরে কোনরকম উন্নয়ন হচ্ছে না বাংলায়। তৃণমূল, কংগ্রেস বাম সবাই বাংলার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। বাংলায় যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের জন্য এক একটা করে বছর তিনি নষ্ট করছেন।

…দিদি যে রাজনৈতিক পাঠশালা খুলে বসেছেন তাতে শুধু এই অরাজকতা চলে। ৩৫ বছর ধরে চলা শিক্ষানীতিকে বদলে ফেলা হয়েছে এবং এই বদল এর জন্যই প্রশংসা করেছেন অনেকে। যে সমস্ত ভাষা গুলি রয়েছে সেগুলোর উপর জোর দেওয়া দরকার, যাতে গরিবের সন্তানরাও ইচ্ছেমতো লক্ষ্যে পৌঁছাতে পারে। শুধুমাত্র ভাষার জন্যই তাদের লক্ষ্য থেকে যেন পিছিয়ে পড়তে না হয়। নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আরো বলেন যে, দিদির পাঠশালায় শুধুমাত্র সিন্ডিকেট কাটমানি চলে কিভাবে অরাজকতা শিক্ষা দেওয়া যায় সেটাই পাঠশালায় শেখানো হয়।”

pm narendra modi slams mamata banerjee at kharagpur live
Modi at Kharagpur Live : “দিদির স্কুলে কাটমানি খাওয়া শেখানো হয়,” – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী