খবরদেশরাজনীতিসর্বশেষ

পড়ুন দীপাবলিতে জনগণের উদ্দেশ্যে মোদির বার্তা

দীপাবলি আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর দীপাবলি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসাধারণের উদ্দেশে এক বিশেষ আবেদন রাখলেন। তিনি জনগণকে স্বদেশী পণ্য ব্যবহার করার প্রতি গুরুত্ব আরোপ করলেন। তিনি আরো বেশি বেশি করে দেশীয় পণ্য ব্যবহার করার কথা বললেন। (Read Modi’s message to the people in Diwali)

তিনি জানালেন যে, দেশীয় টেকনোলজিতে প্রস্তুত করা গিফট নিজের পছন্দের মানুষকে উপহার দিতে। আর এইভাবে দেশের শিল্পী এবং বিজনেসম্যানেরা উন্নত হবে। আর এর ফলশ্রুতিতে দেশের অর্থনীতি উন্নত হবে। ঘুরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতি।

আর এই বার্তাটি তিনি দিলেন বারাণসীতে দীপাবলীর একটি ভিডিওতে। তিনি জানালেন,”লোকাল ফর ভোক্যাল এই বাণীতে ভারতবর্ষ উদ্বুদ্ধ। এখন প্রত্যেকে এই নিয়ম পালন করার চেষ্টা করছে। দেশবাসীর প্রতি আমার অনুরোধ, দীপাবলিতে দেশের তৈরি দ্রব্যাদি বেশি বেশি ব্যবহার করুন। আর এভাবেই লোকাল মার্কেট চাঙ্গা হতে পারে।” (Vocal for Local)

তিনি আরো জানালেন,”লোকাল পণ্য কেনার মধ্যে কোনো কুন্ঠাবোধের ব্যাপার নেই। গর্বের সাথে দেশে তৈরি দ্রব্যাদি ক্রয় করুন। আপনার পরিচিত এবং প্রিয়জনদের কাছে জানিয়ে দিন যে এই পণ্যগুলো কতটা ভালো ভাবে তৈরি করা হয়েছে। আর এই পদ্ধতিতে ওই পণ্যটির প্রচার হয়ে যাবে। আর এভাবেই স্থানীয় ব্যবসায়ী শিল্পীসহ দেশের অর্থনীতির ।”

প্রসঙ্গত, এই ২০২০ সাল আমাদের ভারতের স্বাধীনতার 75 তম বার্ষিকী। আর ‘লোকাল সে ভোকাল’ বাণীকে অনুসরণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। নরেন্দ্র মোদির কথা অনুসারে, এই বিশেষ মন্ত্র আমাদের উন্নতিতে সহায়তা করবে। আর এর ফলশ্রুতিতে পরবর্তীকালে আন্তর্জাতিকভাবে দেশীয় দ্রব্যগুলি পরিচিতি লাভ করতে পারে।

Read Modi's message to the people in Diwali
পড়ুন দীপাবলিতে জনগণের উদ্দেশ্যে মোদির বার্তা (Credit : Narendra Modi on Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।