বিয়ে হয়ে গেল শঙ্খ এবং মোহরের, দেখুন সেই স্মরণীয় মুহূর্ত
শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রিতে নয়, শীতের আমেজে বিভিন্ন সিরিয়ালেও জমিয়ে হচ্ছে বিয়ের আসর। সকলের প্রিয় সিরিয়াল মোহর। তার থেকেও প্রিয় এই সিরিয়ালের জুটি সংখ্যা এবং মোহর। বেশ কিছুদিন ধরেই দর্শকদের মন উথাল পাথাল করছিল এই জুটির বিয়ে নিয়ে। সবকিছু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে মোহরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল অভিনেতা শঙ্খ। যদিও এই বিয়েতে প্রথমে কোন পরিবারের সায় ছিল না। বুধবার রাতে আমরা দেখতে পাব শঙ্খ এবং মোহরের বিয়ের মহা এপিসোড। (Bengali Serial News: Sankho and Mohor marries together finally)
আগের দিন কনের সাজে একঝলক মোহরকে দেখতে পেয়েছিলেন দর্শকরা। লাল বেনারসীতে টুকটুকে রাঙা বউ সেজে দারুন লাগছিল মোহর কে। সঙ্গে ছিল ভারী সোনার গয়না। অসাধারণ মেকআপ। কনের সাজে যে অভিনেত্রীকে দারুন লাগছিল, তা বলাই বাহুল্য।
চরিত্রের সঙ্গে মানানসই মেকআপ করেছিল শঙ্খ ও। গলায় মালা, মাথায় টোপর পড়ে একেবারে বর সেজে হাজির মণ্ডপে। বিয়ের আসরে বসে তাদের মধ্যে খুনসুটি আগের মতোই বজায় ছিল।গোপনে মন্দিরে বিয়ে করে নিলেও জ্যেঠিমনির অনুরোধে প্রিয়জনের জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল মোহর। তবে ওই যে, রাব নে বানা দি জোড়ি।
নিজের বিয়ের আমন্ত্রণ এই অতিথি হিসেবে হাজির হয়ে গিয়েছিলেন মোহর। তবে পুরোটাই ছিল অজান্তেই। অবশেষে বাড়ির সকলকে রাজি করানোর পর শ্রেষ্ঠা নয়, মোহরের গলাতেই মালা দিল শঙ্খ।

মোহর এবং শঙ্খের ভালোবাসা দেখে রীতিমতো আপ্লুত হয়েছেন তার অনুগামীরা। তবে এখনো শঙ্খের মা কি মেনে নেয়নি রায় চৌধুরী পরিবার। শাশুড়ির পক্ষে কথা বলতে শোনা গেল মোহর কে। অন্যদিকে শঙ্খ এবং মোহরের জুটি বেশিদিন ভালোবেসে না থাকতে পারে,তার জন্য এখন থেকেই তৈরি হয়ে গেছে শ্রেষ্ঠা। মিষ্টি মিষ্টি কথাতে সংঘকে ভোলাতে চলে এসেছে শ্রেষ্ঠা।

তবে এই সব কিছুর মধ্যেই সুখের খবর হলো যে, ইতিমধ্যেই 300 টি এপিসোড পার করে ফেলেছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিক। টিআরপির নিরিখে টানা দুই সপ্তাহ ১ নম্বরে ছিল এই সিরিয়াল। এই সপ্তাহে কি হ্যাটট্রিক করতে পারবে মোহর? সেটা জানা এখন সময়ের অপেক্ষা।