চারু এবং আর্য পুনরায় ফিরে পেল দুজন দুজনকে, হয়ে গেল ভালোবাসায় মাখামাখি – সাঁঝের বাতি
স্টার জলসার অন্যতম বিখ্যাত সিরিয়াল হলো সাঁঝের বাতি। এই সিরিয়ালের মুখ্য দুই চরিত্র হল চারু এবং আর্য। চারু চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দেবচন্দ্রিমা সিংহ রায় কে। এবং আর্য চরিত্রে অভিনয় করছে শেখ রেজওয়ান রাব্বানি। এছাড়াও এই সিরিয়ালে অভিনয় করছেন প্রিয়া মন্ডল, সৌম্যদীপ সিংহ রায়, দীপান্বিতা রক্ষিত। (Star Jalsha Bangla Serial News Update : See these romantic moments of Charu aka Debchandrima Singha Roy and Arya aka Sheikh Rezwan Rabbani in Sanjher Baati serial)
একেবারে অন্য একটি রূপে সিরিয়াল এসেছে আমাদের সকলের সামনে। আর্য একজন অন্ধ ছেলে। সে প্রেমে পড়েছিল চারু নামে একটি মেয়ের। এই মেয়েটিই মিষ্টি তৈরি করে। সাদাসিধে এই মেয়েটির প্রেমে পড়ে যায় আর্য। তারপর তাদের বিয়ে হয়ে যায়। মুখ্য চরিত্রে চারুর মা এবং সৎ বোন তাকে বিভিন্নভাবে উৎপাত করতে থাকে। ফন্দি এঁটে অভিনেত্রী সৎ বোন বিয়ে করে তার দেওর কে। এইভাবে চলতে থাকে তাদের জীবন।
একসময় ঘটনাক্রমে চারু আলাদা হয়ে যায় আর্য থেকে। তার চোখ দান করে দেওয়া হয় আর্য কে। আর্য সুস্থ হয়ে খুজতে তাকে তার স্ত্রীকে। কিন্তু কিছুতেই খুঁজে পায় না তার ভালোবাসার মানুষটিকে। অন্যদিকে চারু অন্ধ হয়ে একেবারেই অসহায় হয়ে গেছে। ঘটনাক্রমে একদিন চারু কে খুঁজে পায় তার স্বামী। আরো একবার তাদের ভালোবাসা আগের মত হয়ে যায়।
…তারা খুঁজে পায় একে অপরকে। আরো একবার সুখের সংসার করার জন্য অঙ্গীকার করেন তারা। তাহলে এইভাবে কি তারা জীবনের সুখী দম্পতি হিসেবে সকলের কাছে তুলে ধরতে পারবে নিজেকে, নাকি আরো কোন দুর্ভাগ্য অপেক্ষা করে আছে তাদের জন্য ? জানতে হলে অবশ্যই দেখতে হবে স্টার জলসায় সাঁঝের বাতি।
