কলকাতাখবরসর্বশেষ

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত বারো বছরের কিশোর সহ দুইজন

করোনা পরিস্থিতিতে বিপদ আরো ক্রমে বেড়েই চলেছে ,তার সঙ্গে বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ। ফের ঘটলো আর এক বিপদ। বড়সড় অগ্নিকান্ড ঘটলো কলকাতায়। শুক্রবার রাত তখন ঠিক দশটা হঠাৎই গনেশ চন্দ্র এভিনিউ তে অবস্থিত একটি পাঁচতলা আবাসিকে আগুন লাগে। হঠাৎই আগুন লাগায় নিচ তলার দিকে অনেকেই ঘর বন্দী হয়ে পড়েছিলেন (3 dead including a kid in a massive fire in Ganesh Chandra Avenue, kolkata, 700013)।

অবশেষে দমকলকর্মী এসে আগুন নিয়ন্ত্রণ করে। দমকল মন্ত্রী সুজিত বসুর তরফ থেকে জানা যায় যে, ভোররাতে পর্যন্ত আগুন নেভানোর ব্যবস্থা চলে এবং অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যারা ঘর বন্দী হয়ে পড়েছিলেন তাদের প্রত্যেককে উদ্ধার করা হয়েছে। (Fire Minister Sujit Basu controls the fire)

তবে উদ্ধার করার পর জানা যায় যে বারো বছরের এক কিশোর ভয় পেয়ে পাঁচতলা থেকে ঝাঁপ মারে, আশঙ্কাজনক অবস্থায় তাকে মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়। (A 12 years old kid jumps from the roof due to fear and is taken to Medical College Hospital and unfortunately doctors announces him as dead)

উদ্ধারকারীরা জানান উঁচুতলার একটি শৌচালয় থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে যে আগুন ধরার ফলে আগুনের ধোঁয়া তে কোনভাবে দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়। দুইজন মারা যাওয়া সহ আরও দুইজন আহত হন যাদের হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে আবাসনের যাতে কোনরকম ক্ষতি না হয় সেই জন্য সব সময় জল প্রয়োগ করা হয়েছে।

সূত্রে খবর পাওয়া যায় যে শুক্রবার ঠিক রাত সাড়ে দশটা নাগাদ আগুন আগে এবং তারপরেই পৌঁছে যায় দশটি দমকলের ইঞ্জিন। এরপরই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। তদন্ত করে জানা যায় যে আগুনটা লেগেছে বাড়িটির দোতালার অংশ থেকে, তবে অবশেষে দশটি দমকলের ইঞ্জিনের সহায়তায় ভোর বেলার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।