দেশসর্বশেষ

দেখুন কি কারনে ১৪৪ ধারা জারি করা হলো কেরালায় ?

মোট সংক্রমনের সংখ্যা ছাড়িয়েছে দু’লাখ (Corona case outnumbers 2 lakhs in Kerala)। বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭২,৪১৮। প্রথম পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পারলেও এখন অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করলো কেরালা সরকার। কেরালার মুখ্যসচিব বিশ্বাস মেহেতা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ৩ অক্টোবর সকাল ন’টা থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে (Section 144 issued in Kerala- Kerala Chief Secretary Vishwas Mehta)।

কোন জায়গায় ৫ জনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না। করোনা সংক্রমনের শৃঙ্খল ভাঙার জন্য এই পদক্ষেপ নিয়েছে বিজয়ন সরকার (Kerala CM- Pinarayi Vijayan)। কেরালা সরকারের তরফ থেকে জেলাশাসকদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে কড়াকড়ি নিয়ম মানার জন‍্য।

কনটেইনমেন্ট জোন ও করোনা ছড়াতে পারে এরকম জায়গায় বেশি কড়াকড়ি ব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়েছে। তবে বিয়ে, অন্ত‍্যষ্টি অনুষ্ঠানে ছাড় দেওয়া হচ্ছে। মোট কোভিড আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে দু’লাখ। মৃত্যু হয়েছে ৭৭১ জনের।

১১ সেপ্টেম্বরের পরে আক্রান্তের সংখ্যা বেড়েছিল একলাখ। কেরালায় মাত্র তিন সপ্তাহের মধ্যে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে গিয়েছে। যা চিন্তা সৃষ্টি করেছে প্রশাসনিক মহলে। আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭ দিনে ৫০ হাজারের কাছাকাছি। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। সেই কারণে উৎসবের মরসুমেও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো কেরালা সরকার।