এবার দুষ্কৃতী অবাধে তাণ্ডব চালানো নাকতলা উদয়ন সংঘ ক্লাবে
দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিনে দিনে ক্রমশ বেড়েই চলেছে, খুন থেকে শুরু করে চুরি, ডাকাতি শ্লীলতাহানি সমস্ত কিছুতেই প্রথম সারিতে রয়েছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের দৌরাত্ম্য দেখা গেল নাকতলা উদয়ন সংঘে, যেখানে অবাধে তান্ডব চালিয়ে গেল তারা, মাথা ফাটিয়ে দিলো এক স্থানীয় বাসিন্দার। (Some gunda attacks Naktala Udayan Sangha Club, Kolkata)
গতকাল অর্থাৎ শনিবার রাত যখন ১১ টা ঠিক, তখনই কয়েক জন দুষ্কৃতী ঢুকে পড়ে নাকতলা উদয়ন সংঘে, চালাতে থাকে তাদের তান্ডব। ক্লাবে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো কে এক এক করে ভাঙতে থাকে। সেই ক্লাবের দোতালার উপরে জানালার কাজগুলি ক্রমেই তারানি বাইরে থেকে ইট পাথর মেরে ভাঙতে থাকে।
সেখানকার এক বাসিন্দা সেই সমস্ত ঘটনা দেখেন এবং তিনি জানায় যে, হঠাৎ করে ১০ থেকে ১৫ জন বাইকে আসে, রাত ১১ টা হবে, তারা প্রথমে ক্লাবের মধ্যে ঢুকে ভাঙচুর করে, ক্লাবে কেয়ারটেকার সমস্ত ঘটনায় ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
দুষ্কৃতীরা, পান্নালাল ঘোষ নামে একজন বাসিন্দার মাথা ফাটায়। ঘটনাস্থলে সেখানে স্থানীয় বাসিন্দারা এসে পৌঁছালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
আহত ব্যক্তির মাথায় পড়েছে প্রায় ৭ টি সেলাই। এই সমস্ত ঘটনা ক্লাবের মধ্যে ঘটলেও ক্লাবের সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার জন্য কোন ঘটনায় ক্যামেরাবন্দি হতে পারেনি, তবে স্থানীয় বাসিন্দারা এই সমস্ত ঘটনা তাদের মতো করে ক্যামেরাবন্দি করেছেন ।
ঘটনাস্থলে সেখানে আসেন ক্লাবের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়।
এখন তদন্ত করা হচ্ছে যে এই সমস্ত কাজের পিছনে কোন রাজনৈতিক দলের কেরামতি আছে কিনা। আপাতত এলাকায় যে সিসিটিভি ফুটেজ গুলি রয়েছে সেগুলোকে দেখে তদন্ত করা হবে কারা করেছে এই কাজ।
