জীবনযাত্রাসর্বশেষ

বিবাহিত মহিলারা শাঁখা পরেন কেন ? কি আছে এই শাঁখা পরার পিছনে ইতিহাস ?

বিবাহিত মহিলাদের জন্য এটি একটি প্রধান অলংকার হিসাবেই পূর্বের থেকে ধরা হয়ে থাকে। তবে এটি শুধুমাত্র বাঙালি বিবাহিত মহিলাদের কাছেই ভীষণ মূল্যবান একটি অলংকার। কেন পরেন এই শাঁখা নামক অলংকারটি বিবাহিত মহিলারা ? কেন এতটাই অলংকার হিসেবে জায়গা করে নিয়েছে বিবাহিত মহিলাদের জীবনে? আছে কি কোন গল্প এর পিছনে? একটু ঘাঁটলেই আমরা কিছুটা হয়তো জানতে পারবো (365 Reporter Bangla Lifestyle : why married women wear sakha or conch on their hands)।

sakha in a married woman's hand
বিবাহিতা রমণীর হাতের শাখা

প্রাচীন পুরান থেকে এই বিষয়ে আমরা একটু হলেও জানতে পারবো । জানা যায় শঙ্খচূড় (Shankhachur Asura) নামে এক অত্যন্ত অত্যাচারী অসুর ছিল,এবং যার অত্যাচারের দেবতাগণ অত্যন্ত আতঙ্কিত। এমন সময় নারায়ণের কাছে দেবতাগণ সাহায্য প্রার্থনা করলে নারায়ণের হাতে তার মৃত্যু হয়। কিন্তু ঘটে গেল অন্য কিছু। শঙ্খচূড়ের স্ত্রী ছিলেন নারায়ণ ভক্ত (Shankhachur wife Tulsi Devi is a devotee of Lord Narayana)। তার স্বামী শঙ্খচূড়ের অমরত্তের জন্য প্রার্থনা এবং তুলসী দেবীর প্রতি সন্তুষ্ট হলে শঙ্খচূড়ের দেহের থেকে শাখা নামক অলংকারটি সৃষ্টি করেন। যেহেতু তার স্বামীর মঙ্গল কামনার জন্য এবং জীবন কারণে নারায়ণের থেকে বর প্রার্থনা করেছিলেন এবং যার জন্য নারায়ন এই শাখার উৎপত্তি ঘটিয়েছিলেন সেইজন্য এই শাখা নামক অলংকারটি স্বামীর মঙ্গল কামনার জন্য ধরা হয়ে থাকে (married women wears sakha conch for the wellbeing of their husband)।

কিন্তু যদি আমরা দেশ-বিদেশের ইতিহাস নিয়ে কথা বলি তবে জানা যায় যে প্রায় ২০০০ বছর আগে এই শাখা নামক অলংকারটি প্রচলিত হয়েছে। বলা হয় এই শাখার প্রথম জন্মস্থান দক্ষিণ ভারতে, বল্লাল সেনের হাত ধরেই এই শিল্পের চাহিদা আরো বেড়ে যায় । যার সূত্র ধরে বাংলাদেশেও এই শিল্প তার জায়গা করে নিয়েছে। এরপরে বিবাহিত মহিলাদের জীবনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।

তবে এই শাখা সম্পর্কিত তথ্য ছাড়া অন্যান্য অনেক তথ্যই বিভিন্ন ভাবে জানা যায়। যেমন ঐতিহাসিকদের মতে বলা হয়, নাকি যে বল্লাল সেন এর আগে থেকেই এই শাখা নামক অলংকার টির সূচনা হয়েছে (Married women start wearing The ornament before raja Ballal Sen)। (bibahita bangali romonira keno sakha poren ?)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।