আবহাওয়াখবররাজ্যসর্বশেষ

শীত উধাও দক্ষিনবঙ্গ থেকে, কুয়াশায় ঢাকলো কলকাতার একাংশ

শীত পড়ার সাথে সাথেই শীতের দেখে মিলল না তবে,শীতের আবহাওয়াতে দেখা দিল দক্ষিণবঙ্গে কুয়াশা এবং বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, এই শীতের প্রভাবে সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত হতে পারে। আগামী সপ্তাহ থেকে পারদ না আমার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। (Weather Update : Winter runs away South Bengal but fogg in some parts of Kolkata)

রবিবারে বেলার দিকে একটু খানি মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে ছিল দুই ডিগ্রি উপরে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ও বেশ কিছুটা প্রায় ৯৮ শতাংশ।

তবে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে, উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার এর দিকে ২ ডিগ্রী তাপমাত্রা কমতে পারে। এই তাপমাত্রা কমার জন্য উত্তরবঙ্গে হতে পারে ঘন কুয়াশা।

তবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের ৪ থেকে ৫ দিন আবহাওয়া একি রকম থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

বিহার রাজ্যে একটি ফনি ঝড় তৈরি হয়েছে যার জন্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ এর জন্যই তামিলনাড়ু চেরি প্রভৃতি অঞ্চলে আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত বৃষ্টি হবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী তাপমাত্রা কিছুটা কমার জন্য ঘন কুয়াশা দেখা দিতে পারে বিহারের কিছু এলাকাতে, সেইসব এলাকার মধ্যে কুয়াশার প্রভাব বেশি পড়তে পারে উত্তর দিনাজপুর অঞ্চলে।

এইজন্য যে সমস্ত এলাকায় কুয়াশায় প্রভাব বেশি পড়তে পারে বলে মনে করেছে, সেই সব জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে ঘন কুয়াশার জন্য।

Winter runs away South Bengal but fogg in some parts of Kolkata
শীত উধাও দক্ষিনবঙ্গ থেকে, কুয়াশায় ঢাকলো কলকাতার একাংশ

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।