বৈশাখীকে করা হলো অন্য কলেজে বদলি, এর পেছনে রয়েছেন ফিরহাদ হাকিম, অভিযোগ বৈশাখীর
বৈশাখী হয়তো বুঝতে পেরেছিল যে, চাকুরী ক্ষেত্রে তার পরিবর্তন আসতে পারে এই আশঙ্কা করেই তিনি রাজ্যপাল জাগদীপ সঙ্গে সাক্ষাত্ করেছিলেন, কিন্তু শেষ রক্ষা কিছুতেই হলো না। রাজ্য সরকারের নির্দেশকেই মেনে নিতে হলো শেষ পর্যন্ত বৈশাখীর। (Baisakhi is transferred to another college and she blames Firhad Hakim)
বৈশাখী অভিযোগ করেছেন যে, তাকে শাস্তি দেওয়ার জন্যই এরকম একটি পরিকল্পনা করা হয়েছে এবং তাকে অন্য কলেজে বদলী করে দেওয়া হয়েছে এবং এই সমস্ত কাজ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জন্যই হয়েছে।
রাজনীতি মহলে বৈশাখীকে নিয়ে একটি ধারণা তৈরী হয়েছে ,যেটা হলো শোভন চট্টোপাধ্যায় তৃণমূল দলকে ত্যাগ করে বিজেপিতে ঢোকার কারন বৈশাখী। শোভন চট্টোপাধ্যায়ের রাজনীতি জীবন নষ্ট হয়ে যাওয়ার পিছনে তার পরিবার দায়ী করেছে বৈশাখীকে।
বেশ কিছুদিন ধরে বৈশাখী এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে একটা সমালোচনা চলছে বিজেপি মহলে এবং যার মধ্যেই জানা গেল বৈশাখীকে চাকরির জন্য বদলি করা হয়েছে অন্য কলেজে।
বৈশাখীকে মিল্লি আল আমিন কলেজের থেকে বদলি করে দেওয়া হল রামমোহন কলেজে।
তার এই রকম চাকরির বদলির পিছনে তিনি ফিরহাদ হাকিমকে দায়ী করেছেন। বৈশাখীর মতে এরকম একটি এর জন্য ফিরহাদ হাকিম এর প্রভাব যথেষ্ট ছিল।
তবে রাজ্যপালের সঙ্গে দেখা করে শোভন এবং বৈশাখী যে আলোচনা করেছিল, কিন্তু সেই আলোচনার কোনো কাজই রাজ্য সরকারের কাছে টিকলো না। অবশেষে রাজ্য সরকারের দাবিকেই মেনে নিতে হলো বৈশাখীর।
